আত্মনির্ভর বিহারের পক্ষে জনাদেশ, ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

রেকর্ড সংখ্যায় ভোট দিয়েছেন বিহারের মহিলা, বঞ্চিত ও গরিব মানুষ। উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা: মোদী।

Updated By: Nov 11, 2020, 12:18 AM IST
আত্মনির্ভর বিহারের পক্ষে জনাদেশ, ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: আত্মনির্ভর ভারতের পক্ষে জনাদেশ দিয়েছে বিহার। এনডিএ-র ফের ক্ষমতায়  ফেরা স্পষ্ট হতেই টুইট করে বিহারবাসীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, এটা গরিব, পীড়িত ও মহিলাদের জনাদেশ।

টুইটারে নরেন্দ্র মোদী লিখেছেন,''বিহার দুনিয়া গণতন্ত্রের প্রথম পাঠ দিয়েছিল। আজ ফের বিহার বোঝাল কীভাবে গণতন্ত্রকে মজবুত করা যায়। রেকর্ড সংখ্যায় ভোট দিয়েছেন বিহারের মহিলা, বঞ্চিত ও গরিব মানুষ। উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।''

আত্মনির্ভর বিহারের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী লিখেছেন, ''এবার বিহারের মা-বোনেরা ভোটদানে এগিয়ে এসেছেন। আত্মনির্ভর ভারতে তাঁদের ভূমিকা কতটা বড়, দেখিয়ে দিয়েছেন তাঁরা। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের মন্ত্রে ভরসা করেছেন তাঁরা। সকলের জন্য উন্নয়নের আশ্বাস দিচ্ছি।''

বিরোধীরা গণনায় কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। সে প্রসঙ্গ তোলেননি। তবে বুঝিয়ে দিলেন, এটা গণতন্ত্রের জয়। মোদী টুইট করেছেন, ''বিহারের জনতা-জনার্দনের আশীর্বাদ আরও একবার পেয়েছি। বিহারের জনতাকে অভিনন্দন জানাচ্ছি।''     

 

 
প্রতিবেদনটি প্রকাশিত হওয়া পর্যন্ত বিহারে বিজেপি এগিয়ে ১৩টি আসনে। তারা ইতিমধ্যে জিতেছে ৬০টি। শরিক জেডিইউ জিতেছে ৩৩টি। এগিয়ে ১০টি আসনে। আরজেডি জিতেছে ৬৪ আসনে। এগিয়ে ১২টিতে। 

 

আরও পড়ুন- বিহারে এ যাত্রায় নীতীশের বৈতরণী পার করালেন নরেন্দ্র মোদী!

.