ওয়েব ডেস্ক: বিরোধীদের পর্দা ফাঁস হয়ে যাবে, এই ভয়েই সংসদে বলতে দেওয়া হচ্ছে না প্রধানমন্ত্রীকে। সংসদ অচলাবস্থার জন্য কংগ্রেস ও তৃণমূলকে দায়ী করে তোপ বিজেপির। কংগ্রেসের পাল্টা তোপ, আসলে সংসদে মুখ খুলতে ভয় পাচ্ছেন প্রধানমন্ত্রী। সংসদে বলতে না দেওয়া নিয়ে মোদীর মন্তব্যকে কটাক্ষ করেছেন JDU নেতা শরদ যাদবও।
আরও পড়ুন- লোকাল ট্রেনের টিকিট কাটায় নতুন সুবিধা
প্রসঙ্গত, মোদী বারংবার অভিযোগ তুলছেন যে তাঁকে লোকসভায় বলতেই দেওয়া হচ্ছে না। গতকাল প্রধানমন্ত্রী নিজের রাজ্যে কৃষকদের সভাতেও এই দাবী করেছেন। গুজরাতের সভায় প্রধানমন্ত্রীর ভাষণের পরেও টুইটে প্রথম তোপ সেই মমতারই। তিনি লিখেছেন, মোদীবাবু জানেন যে নোট বাতিলের লাইন এখন বেলাইন হয়ে গিয়েছে। ভাষণ দেওয়া ছাড়া এখন আর কোনও সমাধান নেই তাঁর হাতে।
আরও পড়ুন- সংসদে বলতে চান, কিন্তু বলতে দেওয়া হচ্ছে না, অভিযোগ করলেন নরেন্দ্র মোদী
English Title:
BJP accuses Congress and TMC for creating chaos in Parliament
News Source:
Home Title:
সংসদ অচলাবস্থার জন্য কংগ্রেস ও তৃণমূলকে দায়ী করে তোপ বিজেপির
Yes
Is Blog?:
No
Section: