কংগ্রেসকে সমর্থন করায় দোকানে ঢুকে মার গুজরাটে বিজেপি প্রার্থীর
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওটিতে দেখা যাচ্ছে, অরবিন্দ রায়ানি নামে রাজকোট পূর্ব কেন্দ্রের ওই প্রার্থী কয়েকজন বিজেপি কর্মীকে নিয়ে একটি দোকানে ঢুকছেন। এপরই দোকানে উপস্থিত দুই ব্যক্তিকে হঠাত্ই মারধর শুরু করেন রায়ানি। তাঁকে অনুসরণ করেন বাকি কর্মীরা।
![কংগ্রেসকে সমর্থন করায় দোকানে ঢুকে মার গুজরাটে বিজেপি প্রার্থীর কংগ্রেসকে সমর্থন করায় দোকানে ঢুকে মার গুজরাটে বিজেপি প্রার্থীর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/12/16/102509-lfdjfdjljfdljfldjlfdjjfdlfd.jpg)
নিজস্ব প্রতিবেদন : কংগ্রেসকে সমর্থন করায় দুই ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল গুজরাটের এক বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়েছে। দলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। অন্যদিকে, ওই প্রার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত দুই ব্যক্তি।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওটিতে দেখা যাচ্ছে, অরবিন্দ রায়ানি নামে রাজকোট পূর্ব কেন্দ্রের ওই প্রার্থী কয়েকজন বিজেপি কর্মীকে নিয়ে একটি দোকানে ঢুকছেন। এপরই দোকানে উপস্থিত দুই ব্যক্তিকে হঠাত্ই মারধর শুরু করেন রায়ানি। তাঁকে অনুসরণ করেন বাকি কর্মীরা। অন্যদিকে ভিডিওটিতে দেখা যাচ্ছে, ঘটনাস্থলে উপস্থিত এক পুলিসকর্মী তাদের বিষয়টি কথার মাধ্যমে মিটিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন।
আরও পড়ুন- হাসপাতালে ঠাঁই না-পেয়ে নর্দমাতেই সন্তান প্রসব
ভিডিওটি প্রকাশ্যে আসার পরই তা নিয়ে হইচই পড়ে গেছে তা নিয়ে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।