গুজরাটে পুর ভোটেও পদ্ম ফুটল কম, জোর বাড়ল হাতের
২০১৭-র বিধানসভা নির্বাচনে ১৮২টি আসনের মধ্যে বিজেপির দখলে গেছে ৯৯টি আসন। যা একক সংখ্যাগরিষ্ঠতার থেকে মাত্র ৭টি আসন বেশি। অন্যদিকে গত নির্বাচনে ৬০টি আসন থেকে বেড়ে কংগ্রেসের দখলে এবার ৭৭টি আসন।
নিজস্ব প্রতিবেদন : বিধানসভা ভোটের পর গুজরাটে পুর নির্বাচনেও বিজেপির একাধিপত্য চুরমার। ৭৫টি পুরসভার মধ্যে ৪৭টি পুরসভায় জিতেছে বিজেপি। ১৭টি জিতেছে কংগ্রেস। ত্রিশঙ্কু হয়েছে ৬টি। অন্যান্যরা জিতেছে ৪টি। একটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি। ২০১৩ সালে এই ৭৫টি পুরসভার মধ্যে ৫৯টি ছিল বিজেপির দখলে। ১৩টি পুরসভায় জেতে কংগ্রেস।
আরও পড়ুন- গুজরাট পুর ও পঞ্চায়েত নির্বাচনের ফলাফল : বেলা গড়াতেই ফুটছে পদ্ম, থমকে হাত Live
শনিবার নরেন্দ্র মোদীর রাজ্যে অনুষ্ঠিত হয় পুরভোট। ২টি জেলা, ১৭টি তালুক, ১৪০০ গ্রাম পঞ্চায়েতেও ভোট হয়। ২০১৬-য় স্থানীয় নির্বাচনে ৮৭ শতাংশ আসন ছিল বিজেপির দখলে। এবার বিধানসভা ভোটে রাজ্য তাদের হাতছাড়া না হলেও সমানে-সমানে টক্কর দেয় কংগ্রেস। স্থানীয় নির্বাচনেও প্রায় একই ধরনের প্রবণতা দেখা যাওয়ায় লোকসভা ভোটের আগে তা নরেন্দ্র মোদী-অমিত শাহর কাছে যথেষ্ট চিন্তার কারণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে, নরেন্দ্র মোদী জন্মস্থান বডনগর পুরসভায় ২৮-টির মধ্যে ২৭টি আসনেই জিতেছে বিজেপি।
২০১৭-র বিধানসভা নির্বাচনে ১৮২টি আসনের মধ্যে বিজেপির দখলে গেছে ৯৯টি আসন। যা একক সংখ্যাগরিষ্ঠতার থেকে মাত্র ৭টি আসন বেশি। অন্যদিকে গত নির্বাচনে ৬০টি আসন থেকে বেড়ে কংগ্রেসের দখলে এবার ৭৭টি আসন।