অরুণাচলে রাষ্ট্রপতি শাসন জারির পর বিরোধীদের সমালোচনার মুখে কেন্দ্র
অরুণাচল প্রদেশে রাষ্ট্রপতি শাসন জারি। বিরোধীদের কড়া সমালোচনার মুখে কেন্দ্র। মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে কংগ্রেসও। এই সিদ্ধান্ত দেশের গণতন্ত্রকে হত্যা করার সামিল বলে তোপ দেগেছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের টুইটে কটাক্ষ করে বলেছেন, 'আডবানীজি ঠিকই বলেছেন, অরুণাচলে রাষ্ট্রপতি শাসন দেশে জরুরী অবস্থা পরিস্থিতির পরিচয়ই বহন করে।'
ওয়েব ডেস্ক: অরুণাচল প্রদেশে রাষ্ট্রপতি শাসন জারি। বিরোধীদের কড়া সমালোচনার মুখে কেন্দ্র। মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে কংগ্রেসও। এই সিদ্ধান্ত দেশের গণতন্ত্রকে হত্যা করার সামিল বলে তোপ দেগেছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের টুইটে কটাক্ষ করে বলেছেন, 'আডবানীজি ঠিকই বলেছেন, অরুণাচলে রাষ্ট্রপতি শাসন দেশে জরুরী অবস্থা পরিস্থিতির পরিচয়ই বহন করে।'
Prez Rule in Arunachal. Advani ji was right in saying that there are emergency like conditions in the country
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 26, 2016
এই সিদ্ধান্ত রাজনৈতিক অসহিষ্ণুতার ফল এবং এই সিদ্ধান্ত কখনই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্র নাবাম তুকি। আইনি পথেই এই সিদ্ধান্তের বিরোধিতা করা হবে বলে জানান তিনি। জেডিইউয়ের তোপের মুখেও পড়তে হয়েছে কেন্দ্রের বিজেপি সরকারকে। জেডিইউ নেতা কেসি ত্যাগীর মন্তব্য, তিনশো ছাপ্পানর অপব্যবহার নিয়ে কংগ্রেসকে দোষ দেওয়া হত, এখন সেই একই ষড়যন্ত্রের পথে হাঁটছে বিজেপিও।