বিধানসভায় তিনি বিজেপির চিফ হুইফ, এখনও থাকেন ফুটপাতে
সরকারের কাছে নিরাপত্তাকর্মী ও থাকার জায়গা দেওয়ার অনুরোধ করেছি। কোনও কাজ হয়নি
নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রে শাসন ক্ষমতায় তাঁর দল। তিনিই কিনা থাকছেন ফুটপাতে? ওড়িশার বিজেপি বিধায়ক মোহন চরণ মাঝি সম্পর্কে জানলে অবাক হবেন।
আরও পড়ুন-গরুর মৃত্যুতে গাফিলতির অভিযোগ! যোগীর রাজ্যে বরখাস্ত ৮ সরকারি কর্তা
ওড়িশার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন একমাস আগে। কিন্তু ভূবনেশ্বরে থাকার কোনও জায়গা পাননি। ফলে থাকতে হচ্ছে ফুটপাতেই। জিনিসপত্র চুরি যাচ্ছে। দলের কোনও ভ্রুক্ষেপ নেই।
কেওনঝড় থেকে টানা তিনবারের বিধায়ক ও বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মাঝি সংবাদমাধ্যমে জানিয়েছেন, আমি এখন ফুটপাতে থাকি। ওখানে বসেই কাজ করি। এক মাস হয়ে গেল শপথ নিয়েছি। কোনও ঘর এখনও আমাকে দেওয়া হয়নি। রাজ্য গেস্ট হাউসেও আমাকে কোনও ঘর দেওয়া হয়নি।
আরও পড়ুন-শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল সংঘর্যে তুলকালাম গড়ফা
মোহন চরণ মাঝির দাবি, ফুটপাথ থেকে তার বহু জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে। এর মধ্যে সরকারি কাজের ফাইলও রয়েছে। একবার আমার আপ্তসহায়করে মারধর করে ফাইল কেড়ে নেয় দুষ্কৃতীরা। সরকারের কাছে নিরাপত্তাকর্মী ও থাকার জায়গা দেওয়ার অনুরোধ করেছি। আমার সঙ্গে আরও অনেক বিধায়ক রয়েছেন যাদের কোনও থাকার জায়গা নেই। তারও বিষয়টি তুলেছিলেন। কোনও কাজ হয়নি। তবে বিধানসভার স্পিকার আশ্বাস দিয়েছেন, বিষয়টি শীঘ্রই সমাধান হয়ে যাবে।