সুপ্রিম কোর্টে বিচারপতি পদে সুব্রহ্মণ্যমের নাম বাদ, তীব্র সমালোচনার মুখে বিজেপি সরকার

সুপ্রিম কোর্টের বিচারপতির পদের জন্য প্রাক্তন সলিসিটর জেনারেল জি সুব্রহ্মণ্যমের নাম বাদ দেওয়ায় মোদী সরকারের তীব্র সমালোচনা করল কংগ্রেস। গুজরাটে মোদী জমানায় সরকারের বিরুদ্ধে সরব হওয়ার কারণেই কি এই কোপ? প্রশ্ন তুলেছে কংগ্রেস। অনড় বিজেপি অবশ্য জানিয়ে দিয়েছে, যা করা হয়েছে তার জন্য যথেষ্ট কারণ রয়েছে।

কারা হবেন সুপ্রিম কোর্টের বিচারপতি? সেই তালিকা তৈরি করতে গিয়ে সযত্নে সরিয়ে রাখা হয় প্রাক্তন সলিসিটর জেনারেল জি সুব্রহ্মণ্যমের নাম। আর এতেই তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর এম লোঢা। এরপরই সরব হয় কংগ্রেস। সরকার অবশ্য বলছে, অনেক কারণেই বাদ দেওয়া হয়েছে প্রাক্তন সলিসিটর জেনারেলের নাম। কংগ্রেসের পাল্টা তোপ, গুজরাটে মোদী সরকারের বিরুদ্ধে মুখ খোলাতেই এভাবে কোপ নেমে এল প্রাক্তন সলিসিটর জেনারেলের ওপর।

English Title: 
BJP omits Subhramanyam`s name
Home Title: 

সুপ্রিম কোর্টে বিচারপতি পদে সুব্রহ্মণ্যমের নাম বাদ, তীব্র সমালোচনার মুখে বিজেপি সরকার

No
23477
Is Blog?: 
No
Section: