অনুমতি ছাড়া মোদীর সাক্ষাৎ চাওয়া কেজরিওয়ালের পাবলিসিটি স্টান্ট: বিজপি

অনুমতি ছাড়া মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়াকে স্রেফ অরবিন্দ কেজরিওয়ালের পাবলিসিটি স্টান্ট বলেই মনে করছে বিজেপি। বিজেপি নেতাদের দাবি, দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে হামলার ঘটনার প্রসঙ্গ এড়িয়ে যেতেই আজ নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যাওয়ার নাটক আপ নেতাদের।

Updated By: Mar 7, 2014, 02:04 PM IST

অনুমতি ছাড়া মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়াকে স্রেফ অরবিন্দ কেজরিওয়ালের পাবলিসিটি স্টান্ট বলেই মনে করছে বিজেপি। বিজেপি নেতাদের দাবি, দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে হামলার ঘটনার প্রসঙ্গ এড়িয়ে যেতেই আজ নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যাওয়ার নাটক আপ নেতাদের।

শুক্রবার সকালে গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর বাড়িতে কেজরিওয়ালকে ঢুকতে বাধা দিল পুলিস। গান্ধীনগরে আটকে দেওয়া হয় কেজরিওয়ালকে।

গুজরাটে উন্নয়নের জোয়ার এসেছে। গত এক বছর ধরে নিজের রাজ্য সম্পর্কে এভাবেই বিশ্বের দরবারে প্রচার চালাচ্ছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। গুজরাটের মুখ্যমন্ত্রীর দাবি যাচাই করতে বুধবার থেকে দলের অন্যান্য নেতাদের সঙ্গে নরেন্দ্র মোদীর রাজ্যে ঘুরছেন অরবিন্দ কেজরিওয়াল।

এরপরই আপ প্রধানের দাবি, গুজরাট এখনও পিছিয়ে। বিশেষত কৃষি ও শিক্ষার অনেকটাই তলানিতে। আর সেব্যাপারে কথা বলতেই আজ গান্ধীনগরে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যান আপ নেতারা। কিন্তু মাঝপথেই তাঁদের কনভয় আটকে দেয় পুলিস। পুলিসের বক্তব্য, আগাম অনুমতি ছাড়া মুখ্যমন্ত্রীর বাড়িতে বাড়িতে ঢুকতে দেওয়া যায়না। এরপরই পুলিসের সঙ্গে ফের বচসায় জড়িয়ে পড়েন আপ নেতারা।

.