সচিনে 'আপত্তি' পুরসভার!

পুরসভার আপত্তিতে মেরিন ড্রাইভ থেকে সরিয়ে নেওয়া হল সচিন তেন্ডুলকরকে নিয়ে তৈরি স্থাপত্য। এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

Updated By: Jun 15, 2016, 08:21 PM IST
সচিনে 'আপত্তি' পুরসভার!

ওয়েব ডেস্ক : পুরসভার আপত্তিতে মেরিন ড্রাইভ থেকে সরিয়ে নেওয়া হল সচিন তেন্ডুলকরকে নিয়ে তৈরি স্থাপত্য। এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্থাপত্যটি তৈরি করা হচ্ছিল। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মেরিন ড্রাইকে চিহ্নিত করার পর সেখানে ওই স্থাপত্য রাখার বিরোধিতা করেন স্থানীয় বাসিন্দারা। এরপরই পুরসভার পক্ষ থেকে ওই সংস্থাটিকে নোটিস দেওয়া হয় স্থাপত্যটি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য।

ওই কাজটি যারা করছিল তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছ ভারত অভিযান-এর অঙ্গ হিসেবে ওই স্থাপত্য তৈরি করা হচ্ছিল। শহরের সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন স্থানে বিশিষ্ট ব্যক্তিদের মূর্তি বসানো হচ্ছে। তাই সেই লিস্টে সচিনের মূর্তিও বসানো হচ্ছিল। কিন্তু পুরসভার আপত্তিতে ওই মূর্তি সরানো হয়েছে।

.