গৃহশিক্ষিকার 'যৌন ফাঁদে' কিশোর! তারপর...

Updated By: Aug 23, 2017, 03:51 PM IST
গৃহশিক্ষিকার 'যৌন ফাঁদে' কিশোর! তারপর...
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : গৃহশিক্ষিকার বিরুদ্ধে কিশোরকে শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগ, দশম শ্রেণির ওই ছাত্রের উপর ৯ মাস ধরে শারীরিক নির্যাতন চালায় ওই গৃহশিক্ষিকা ও তার বোন। এমনকি, ওই ছাত্রের অশ্লীল ছবি ও ভিডিও তুলে রেখে তাকে ব্ল্যাকমেইল করা হয় বলেও অভিযোগ। ঘটনাটি উত্তরপ্রদেশের।   

পুলিশকে ওই কিশোর জানিয়েছে, একবছর আগে সে ওই কোচিং ক্লাসে ভর্তি হয়। একদিন অভিযুক্ত শিক্ষিকা ও তার বোন জোর করে তাকে ধরে নিয়ে বেশকিছু আপত্তিকর ছবি তোলে। তারপর তাকে বাধ্য করা হয় পর্ন দেখতে। এমনকী তাকে শারীরিকভাবে হেনস্থাও করা হয়। সেইসব ছবি তুলে রাখে তাদের ভাই। এরপর থেকেই শুরু হয় ব্ল্যাকমেইল।

অভিযোগ, সেইসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে, এই ভয় দেখিয়ে ওই ছাত্রের কাছ থেকে টাকা আদায় করত অভিযুক্ত শিক্ষিকা। কিশোরের বাবার সোনার দোকান। বাড়ি থেকে গয়না, টাকা ও অন্যান্য সামগ্রী নিয়ে আসতে তাকে বাধ্য করত অভিযুক্ত শিক্ষিকা।

ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত দুই বোন পলাতক। তাদের ভাইকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন, পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু

.