স্কুলে যেতে দেরী, তাই রাগ করে চিঠি প্রধানমন্ত্রীকে

স্কুল যেতে দেরী, তাই রাগ করে একেবারে সটান দেশের প্রধানমন্ত্রীকে চিঠি। এমনই কাজ করল ৮ বছরের এক বালক। চিঠি লিখে খোদ প্রধানমন্ত্রীর দফতর থেকে জবাবও এল। ফ্লাইওভারে কাজ চলার জন্য, রোজই দেরী হয়ে যাচ্ছে স্কুলে যেতে। এমনই অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রীর দফতরে চিঠি পাঠাল ৮ বছরের অভিনভ। যশনাথপুরে একটি ফ্লাইওভারে কাজ চলছে বহুদিন ধরে। যারা জেরে প্রতিনিয়ত ট্রাফিক জ্যামের সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এই ফ্লাইওভারের জন্য অভিনভ-র ৩কিমি দূরে অবস্থিত স্কুলে যেতে সময় লাগছে ৪৫মিনিট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। তাই দিদার কাছ থেকে পরামর্শ নিয়ে চিঠি পাঠায় অভিনভ।

Updated By: Oct 15, 2015, 10:39 AM IST
স্কুলে যেতে দেরী, তাই রাগ করে চিঠি প্রধানমন্ত্রীকে
ছবি সৌজন্যে India Times

ওয়েব ডেস্ক: স্কুল যেতে দেরী, তাই রাগ করে একেবারে সটান দেশের প্রধানমন্ত্রীকে চিঠি। এমনই কাজ করল ৮ বছরের এক বালক। চিঠি লিখে খোদ প্রধানমন্ত্রীর দফতর থেকে জবাবও এল। ফ্লাইওভারে কাজ চলার জন্য, রোজই দেরী হয়ে যাচ্ছে স্কুলে যেতে। এমনই অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রীর দফতরে চিঠি পাঠাল ৮ বছরের অভিনভ। যশনাথপুরে একটি ফ্লাইওভারে কাজ চলছে বহুদিন ধরে। যারা জেরে প্রতিনিয়ত ট্রাফিক জ্যামের সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এই ফ্লাইওভারের জন্য অভিনভ-র ৩কিমি দূরে অবস্থিত স্কুলে যেতে সময় লাগছে ৪৫মিনিট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। তাই দিদার কাছ থেকে পরামর্শ নিয়ে চিঠি পাঠায় অভিনভ।

চিঠি লেখার দুসপ্তাহ পরে পিএমও থেকে চিঠির উত্তর পেয়ে বেশ খুশি সে। পিএমও অফিস থেকে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধানের দিকে নজর দেবেন তাঁরা।

.