Saayoni-র গ্রেফতারির প্রতিবাদ, Tripura গেলেন ব্রাত্য বসু
মন্ত্রী ব্রাত্য বসু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়কে (Abhishek Banerjee) ওরা ভয় পাচ্ছে
নিজস্ব প্রতিবেদন: সায়নী ঘোষের (Saayoni Ghosh) গ্রেফতারির প্রতিবাদে সোমবার সকালে ত্রিপুরার (Tripura) উদ্দেশ্যে রওনা দিলেন ব্রাত্য বসু (Bratya Basu)। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সরাসরি বিপ্লব দেবকে (Biplab Deb) আক্রমণ করলেন মন্ত্রী। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ভয় পেয়েছে বিজেপি (BJP)।
কলকাতা বিমানবন্দরে সোমবার সকালে মন্ত্রী ব্রাত্য বসু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়কে (Abhishek Banerjee) ওরা ভয় পাচ্ছে। অভিষেক বন্দোপাধ্যায় যখনই ত্রিপুরার মাটিতে পা রাখতে যাচ্ছে, তখন ওখানে বিপ্লব দেবের ঝটিকা বাহিনী আক্রমণ করছে। বিজেপি আক্রমণ করে মারছে তৃণমূলকে (TMC), ভুয়ো কেস দিচ্ছে।
আরও পড়ুন: ১০,০০০ কোটির ফিল্ম সিটির জন্য বিড ২৩ নভেম্বর, জেনে নিন প্রি-বিডের তারিখ
ব্রাত্য বলেন অভিষেক বন্দোপাধ্যায়ের গাড়িতে হামলা সহ অন্যান্য সব কিছুই এরা করেছে। তিনি বলেন এসব ঘটনার মাধ্যমে পরিষ্কার বোঝা যাচ্ছে ওরা ভয়ে পেয়েছে। সায়নী ঘোষের গ্রেফতারির ঘটনার বিষয়ে তিনি জানিয়েছেন যে সোমবার তারা থানায় যাবেন এবং প্রয়োজনে কোর্টের দারস্থও হবেন।
রবিবার সায়নী ঘোষ গ্রেফতার হওয়ার পরেই কোভিড বিধির কারণ দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার অনুমতি বাতিল করেছে ত্রিপুরা প্রশাসন। ব্রাত্য বসু বলেন, ওরা পদযাত্রার অনুমতি দিচ্ছে না এটা ভাবা যায় না। পশ্চিমবঙ্গের (West Bengal) নির্বাচনের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন ভোটের আগে বিজেপি প্রায় ডজন খানেক পদযাত্রা করেছেন। শুধু পশ্চিমবঙ্গেই ৫০টা সভা করেছে বিজেপি। এছারাও, মোদী (Narendra Modi) নিজে এসে এখানে সভা করেছে এবং প্রত্যেকটি সভারই অনুমতি দিয়েছিল পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতৃত্বাধীন সরকার। কিন্তু ত্রিপুরায় বিজেপি সরকারের কাছে সেই সুযোগ না পাওয়াকে তিনি গণতন্ত্রের লজ্জা বলে অভিহিত করেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)