একটি সিক্তি ব্লক, আর অন্য়দিকে কুরসাকান্ত। মাঝখান দিয়ে বয়ে চলেছে বাকরা নদীর। বিহারের আবারিয়া জেলায় নদীর উপর ১২ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল সেতু।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ১২ কোটি এবার জলে! উদ্বোধনের আগে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু। আবারও সেই বিহার। সোশ্য়াল মিডিয়া ভাইরাল হয়ে গেল ভিডিয়ো।
ঘটনাটি ঠিক কী? একটি সিক্তি ব্লক, আর অন্য়দিকে কুরসাকান্ত। মাঝখান দিয়ে বয়ে চলেছে বাকরা নদীর। বিহারের আবারিয়া জেলায় নদীর উপর ১২ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল সেতু।
কাছেই খেলছিল শিশুরা। এদিন বিকেলে যখন সেতুর একটি অংশ ভেঙে পড়ে, তখনই মোবাইল হাতে দ্রুত সেতুর দিকে ছুটে যায় তারা। ঘটনাটি মোবাইলবন্দি হয়। ততক্ষণে অবশ্য সেতুর ভেঙে পড়া অংশের উপর দিয়ে বইতে শুরু করেছে নদী। এরপর সেতুটির বাকি অংশটিও ভেঙে পড়ে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সেতুর মাঝের একটি পিলারই অক্ষত রয়েছে।
बिहार के अररिया में नदी के ऊपर बना पुल उदघाटन से पहले ही गिर गया !! pic.twitter.com/yi21P9OICF
— Sachin Gupta (@SachinGuptaUP) June 18, 2024
এর আগে, চলতি বছরের শুরুতেও নির্মীয়মাণ সেতু ভেঙে পড়েছিল বিহারে। কোথায়? সুপলে এলাকায় ভেজা এবং বাকাউরের মাঝামাঝি মারিচা নামে একটি জায়গায়। কোসি নদীর উপর ৯৮৪ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছিল ওই সেতু। ভাগলপুরের নির্মীয়মান আগুয়ানি-সুলতানগঞ্জ সেতুর আবার ভেভে পড়েছিল দু'বার। একবার ২০২২ সালে. তারপর ২০২৩ সালের জুনে।
আরও পড়ুন: Vasai: 'কেন আমার সঙ্গে এমন করলে!', ভিড় রাস্তায় প্রেমিকাকে পিটিয়ে খুন যুবকের...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
BRN
(19 ov) 89
|
VS |
TAN
90/0(10.1 ov)
|
Tanzania beat Bahrain by 10 wickets | ||
Full Scorecard → |
GER
(20 ov) 219/7
|
VS |
MAW
182/7(20 ov)
|
Germany beat Malawi by 37 runs | ||
Full Scorecard → |
AUS
(70.3 ov) 225 (37 ov) 121
|
VS |
WI
143(52.1 ov) 27(14.3 ov)
|
Australia beat West Indies by 176 runs | ||
Full Scorecard → |