সমর্থন প্রত্যাহার "ক্লোজড চ্যাপটার": বৃন্দা

প্রথম ইউপিএ সরকারের ওপর থেকে বামেদের সমর্থন প্রত্যাহার নিয়ে দলের অভ্যন্তরে সমস্ত বিতর্কে ইতি টানল সিপিআইএম। কোঝিকোড়ে সিপিআইএমের বিশতম পার্টি কংগ্রেস চলাকালীন এই কথা জানিয়েছেন দলের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট। কেন সমর্থন তোলা হয়েছিল তা নিয়ে শুক্রবারও দীর্ঘ বক্তব্য রাখেন প্রকাশ কারাট। দলের সর্বোচ্চ সম্মেলনে উপস্থিত বহু প্রতিনিধিই ওই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন।

Updated By: Apr 6, 2012, 09:03 PM IST

প্রথম ইউপিএ সরকারের ওপর থেকে বামেদের সমর্থন প্রত্যাহার নিয়ে দলের অভ্যন্তরে সমস্ত বিতর্কে ইতি টানল সিপিআইএম। কোঝিকোড়ে সিপিআইএমের বিশতম পার্টি কংগ্রেস চলাকালীন এই কথা জানিয়েছেন দলের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট। কেন সমর্থন তোলা হয়েছিল তা নিয়ে শুক্রবারও দীর্ঘ বক্তব্য রাখেন প্রকাশ কারাট। দলের সর্বোচ্চ সম্মেলনে উপস্থিত বহু প্রতিনিধিই ওই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন।
পরমাণু চুক্তি ইস্যুতে প্রথম ইউপিএ সরকারের ওপর থেকে বামেদের সমর্থন তোলা নিয়ে দলের অভ্যন্তরে এখনও যথেষ্ট বিতর্ক ছিল। সিপিআইএম কেন্দ্রীয় নেতৃত্ব চেয়েছিল, কোঝিকোড়ে দলীয় কংগ্রেসেই এই বিতর্কের অবসান হোক। রাজনৈতিক প্রস্তাবের ওপর জবাবি ভাষণ দেওয়ার সময় প্রকাশ কারাট প্রায় ২০ মিনিট ধরে, কেন দলকে ওই সিদ্ধান্ত নিতে হয়েছিল তা বোঝান।
তবে একইসঙ্গে সিপিআইএম কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারছেন তারা চাইলেও এই রাজনৈতিক বিতর্কে এখনই ইতি টানা সম্ভব নয়।
 
তবে এই প্রশ্নে পশ্চিমবঙ্গ থেকে যারা গিয়েছিলেন তাদের চেয়েও বেশি সরব ছিলেন হিন্দি বলয়ের থেকে আসা প্রতিনিধিরা।

.