সরবজিতের অবস্থা আশঙ্কাজনক, সুর নরম পাকিস্তানের

ভারতের অনুরোধের কাছে নরম হল পাক সরকার। লাহোরের হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া সরবজিত সিংয়ের সঙ্গে নিয়মিত ভারতীয় দুতাবসের আধিকারিকে দেখা করার অনুমতি দিয়েছে পাক সরকার। আজ ভারতীয় দূতাবাসের তরফেও এক আধিকারিক সরবজিতকে দেখতে যান। ভারতীয় বন্দির অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।

Updated By: May 1, 2013, 03:47 PM IST

ভারতের অনুরোধের কাছে নরম হল পাক সরকার। লাহোরের হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া সরবজিত সিংয়ের সঙ্গে নিয়মিত ভারতীয় দুতাবসের আধিকারিকে দেখা করার অনুমতি দিয়েছে পাক সরকার। আজ ভারতীয় দূতাবাসের তরফেও এক আধিকারিক সরবজিতকে দেখতে যান। ভারতীয় বন্দির অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।
বুধবারই পাকিস্তান থেকে ওয়াঘা সীমান্তে ফিরেছে তাঁর পরিবার। সরবজিতের দিদি জানিয়েছেন, ভারতীয় বন্দির `ক্লিনিকালি ডেথ` হয়ে গিয়েছে বলে ইঙ্গিত দিয়েছে পাক সরকার। আগামিকাল তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে।
গতকাল প্রাথমিকভাবে লাহোরের হাসপাতাল সূত্রে জানা যায়, সম্ভবত সরবজিতের মস্তিষ্কের মৃত্যু (`ব্রেন ডেথ`) হয়েছে এবং জীবনদায়ী ব্যবস্থার মাধ্যমে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছে। এই খবর সামনে আসার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি সরবজিতের চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল বোর্ডের প্রধান ঘোষণা করেন, সরবজিতের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হলেও এখনও তাঁর মস্তিষ্কের মৃত্যু হয়নি।

.