প্রতিবাদ ঝড়ের পূর্বাভাসকে সঙ্গে করেই আজ শুরু বাজেট অধিবেশন
একদিকে সংস্কারে মরিয়া কেন্দ্রীয় সরকার। অন্যদিকে, বিরোধিতায় অনড় উজ্জীবিত বিরোধী শিবির। বিরোধ, বিক্ষোভ, প্রতিরোধ, প্রতিবাদ ও ঝড়ের পূর্বাভাসকে সঙ্গে করেই আজ শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। এই অধিবেশনেই জমি অধিগ্রহণ, কয়লাবণ্টন সহ একাধিক অর্ডিন্যান্স পাস করিয়ে নেওয়ার চ্যালেঞ্জ রয়েছে মোদী সরকারের সামনে। রয়েছে একাধিক সংস্কারি বিল পাসের লক্ষ্যমাত্রাও। কিন্তু, রাজ্যসভায় সংখ্যালঘু শাসকদলের বিরুদ্ধে একযোগে প্রতিরোধ গড়ে তোলার পাল্টা কর্মসূচি নিয়েছে বিরোধী শিবির।
ওয়েব ডেস্ক: একদিকে সংস্কারে মরিয়া কেন্দ্রীয় সরকার। অন্যদিকে, বিরোধিতায় অনড় উজ্জীবিত বিরোধী শিবির। বিরোধ, বিক্ষোভ, প্রতিরোধ, প্রতিবাদ ও ঝড়ের পূর্বাভাসকে সঙ্গে করেই আজ শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। এই অধিবেশনেই জমি অধিগ্রহণ, কয়লাবণ্টন সহ একাধিক অর্ডিন্যান্স পাস করিয়ে নেওয়ার চ্যালেঞ্জ রয়েছে মোদী সরকারের সামনে। রয়েছে একাধিক সংস্কারি বিল পাসের লক্ষ্যমাত্রাও। কিন্তু, রাজ্যসভায় সংখ্যালঘু শাসকদলের বিরুদ্ধে একযোগে প্রতিরোধ গড়ে তোলার পাল্টা কর্মসূচি নিয়েছে বিরোধী শিবির।
বাজেট অধিবেশনে সংসদ সচল রাখার আবেদন জানিয়ে রবিবারই সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন মোদীর দূত, সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। কিন্তু, কংগ্রেস সভানেত্রীর কোনও প্রতিশ্রুতিই থেকে আদায় করতে পারেননি তিনি। বেঙ্কাইয়ার ডাকা সর্বদল বৈঠকেও মোদীর উপস্থিতিতেই বিরোধী দলগুলি জানিয়ে দিয়েছে, সংস্কারি বিল পাসে সহযোগিতার প্রতিশ্রুতি দেবেন না তাঁরা। বরং জমি অধিগ্রহণ অর্ডিন্যান্স ইস্যুতে সংসদে ঝড় তোলার ইঙ্গিতই মিলেছে বিরোধী নেতাদের কথা।