শাহিন বাগে রাস্তার একাংশ খুলে দিল আন্দোলনকারীরা

শনিবার আচমকাই শাহিনবাগে হাজির হন সুপ্রিম কোর্টে নিয়োজিত মধ্যস্থতাকারী সাধনা রামচন্দ্রন

Updated By: Feb 22, 2020, 07:53 PM IST
শাহিন বাগে রাস্তার একাংশ খুলে দিল আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদন: সত্তর দিন পর রাস্তা খুলেও শেষপর্যন্ত বন্ধ করে দিলেন দিল্লির শাহিন বাগের আন্দোলনকারীরা।

শনিবার বিকেলে নয়ডা থেকে কালিন্দীকুঞ্জ ভায়া শাহিনবাগ পর্যন্ত ৯ নম্বর রাস্তা কিছুক্ষণের জন্য খুলে দেন প্রতিবাদকারীরা। কিছুক্ষণ পর আন্দোলনকারীদের অন্য একটি দল তা ফের বন্ধ করে দেয়। পরে বন্ধ রাস্তার কিছুটা অংশ ফের খুলে দেওয়া হয়।

আরও পড়ুন-মোদী বহুমুখী প্রতিভাধর, আন্তর্জাতিক দূরদৃষ্টিসম্পন্ন: সুপ্রিম কোর্টের বিচারপতি

শনিবার আচমকাই শাহিনবাগে হাজির হন সুপ্রিম কোর্টে নিয়োজিত মধ্যস্থতাকারী সাধনা রামচন্দ্রন। তাঁকে ঘিরে ধরে একাধিক দাবি করতে থাকেন আন্দোলকারীরা। রামচন্দ্র তাঁদের বলেন, রাস্তা খুলে না দিলে আমারাও আপনাদের কোনও সাহায্য করতে পারব না। শাহিনবাগ আন্দোলন ভেঙে দেওয়া হোক তা আমরা বলছি না।

আরও পড়ুন-বিয়ে করলে তবেই জামিন, এই শর্তে মুক্তি পেল 'ধর্ষণকারী'

আন্দোলনকারীরা রামচন্দ্রনকে প্রশ্ন করেন, আমাদের নিরাপত্তা কী হবে। রামচন্দ্রন তাঁদের বলেন, শাহিনবাগ ও জামিয়ার আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হবে। আন্দোলনকারীরা দাবি করেন, এনপিআর চালু করা যাবে না। আন্দোলনের সময়ে যারা আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে। গোটা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের অন্য মধ্যস্থতাকারী সঞ্জয় হেগড়ের সঙ্গে কথা বলবেন বলে শাহিনবাগ ছাড়েন রামচন্দ্রন।

.