মোদী বহুমুখী প্রতিভাধর, আন্তর্জাতিক দূরদৃষ্টিসম্পন্ন: সুপ্রিম কোর্টের বিচারপতি

১৫০০ আইনকে তুলে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। সে কারণে প্রধানমন্ত্রী ও রবিশঙ্কর প্রসাদকে অভিনন্দন জানান বিচারপতি অরুণ মিশ্র। 

Updated By: Feb 22, 2020, 05:03 PM IST
মোদী বহুমুখী প্রতিভাধর, আন্তর্জাতিক দূরদৃষ্টিসম্পন্ন: সুপ্রিম কোর্টের বিচারপতি

নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র। তাঁর অভিমত, প্রধানমন্ত্রী আন্তর্জাতিক দৃরদৃষ্টিসম্পন্ন নেতা ও বহুমুখী প্রতিভার অধিকারী। তাঁর ভাবনাচিন্তা আন্তর্জাতিক। কাজ করেন স্থানীয়ভাবে।

১৫০০ আইনকে তুলে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। সে কারণে প্রধানমন্ত্রী ও রবিশঙ্কর প্রসাদকে অভিনন্দন জানান বিচারপতি অরুণ মিশ্র। তাঁর কথায়,''প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আন্তর্জাতিক মঞ্চে ভারত দায়িত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ বন্ধু দেশ হয়ে উঠেছে।''

আন্তর্জাতিক বিচার সম্মেলনে 'ভোট অব থ্যাংকস' উদ্বোধনী অনুষ্ঠানে 'বিচার ও পরিবর্তিত বিশ্ব' শীর্ষক আলোচনায় অরুণ মিশ্র বলেন, ''জাতীয় বা আন্তর্জাতিকস্তরে বিচারব্যবস্থা একই ধরনের চ্যালেঞ্জের মুখাপেক্ষী। পরিবর্তিত বিশ্বে বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।'' ওই ভাষণে মিশ্র আরও বলেন,''মানুষের সম্ভ্রম ধরে  রাখাই আমাদের প্রধান উদ্বেগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুমুখী প্রতিভাধর। তাঁর ভাবনাচিন্তা আন্তর্জাতিক। প্রয়োগ ঘটনা স্থানীয়ভাবে। সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্যপূরণে অনুঘটকের কাজ করবে প্রধানমন্ত্রীর অনুপ্রেরণাদায়ী ভাষণ।''     

এখানেই থামেননি অরুণ মিশ্র। তাঁর কথায়, ''বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত। অনেকেই বিস্মিত হন, কীভাবে এত বড় গণতান্ত্রিক ব্যবস্থা সাফল্যের সঙ্গে কাজ করছে। আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এখন দায়িত্বপূর্ণ ও বন্ধুবত্সল সদস্য।''   

বিচারপতি মিশ্র বলেন,''সংবিধানের প্রতি ভারত দায়বদ্ধ। বিশ্ব শান্তি, সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার জন্য নিবেদিত। পরিবেশের উন্নতি ও সংরক্ষণকে দেওয়া হচ্ছে।'' বিচারব্যবস্থাকে শক্তিশালী করার উপরেও জোর দেন অরুণ মিশ্র। তাঁর কথায়,''আমরা এখন একবিংশ শতাব্দীতে রয়েছি। আধুনিক পরিকাঠামো শুধু বর্তমানের নয় বরং ভবিষ্যতের জন্য দরকার। বিচারব্যবস্থাকে শক্তিশালী করাই এখন সময়ের দাবি। এটাই গণতন্ত্রের মেরুদণ্ড।''   

আরও পড়ুন- কাসভ মারা গেলেই 'হিন্দু জঙ্গি' সাজিয়ে দেওয়া হত, ফাঁস করলেন প্রাক্তন পুলিস কমিশনার

.