মোদীর মন্ত্রিসভায় নতুন মুখ ৯, পদোন্নতি ৪ মন্ত্রীর
ওয়েব ডেস্ক : টার্গেট লোকসভা নির্বাচন ২০১৯। আর সেই লক্ষ্যে এগোবার আগে এবার ঘর গুছাতে শুরু করল বিজেপি। দলের সভাপতি অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাষ্ট্রপতি ভবনে রবিবার শপথ নিলেন ১৩ জন মন্ত্রী। তাদের মধ্যে ৯ জন রয়েছেন নতুন মুখ। পদোন্নতি ঘটেছে ৪জন রাষ্ট্রমন্ত্রীরও। রাজনৈতিক মহলের ধারণা প্রতিটি ক্ষেত্রে নিজেদের অবস্থানকে স্পষ্ট করতেই এই পরিবর্তন।
জল্পনা ছিল অনেকদিন ধরেই। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় অবশেষে হল রদবদল। রবিবার সকালে রাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন একঝাঁক মন্ত্রী। তাদের মধ্যে এতদিন ধরে রাষ্ট্রমন্ত্রী পীযূষ গোয়েল, নির্মলা সীতারমন, মুক্তার আব্বাস নকভি ও ধমেন্দ্র প্রধানকে পূর্ণ মন্ত্রী করা হল।
WATCH: Oath taking ceremony from President House #cabinetreshuffle https://t.co/ebUSay9IGC
— ANI (@ANI) September 3, 2017
আরও পড়ুন- দেখে নিন কারা হচ্ছেন মোদীর মন্ত্রী, কী তাঁদের যোগ্যতা
নতুন মন্ত্রীদের তালিকায় রয়েছেন বিহারের অশ্বিনী কুমার চৌবে, মধ্যপ্রদেশের বীরেন্দ্র কুমার, উত্তর প্রদেশের শিব প্রতাপ শুক্ল, কর্ণাটকের অনন্ত কুমার হেগড়ে, মধ্যপ্রদেশের সত্যপাল সিং, রাজস্থানের গজেন্দ্র সিং শেখাওয়াত। রয়েছেন হরদীপ সিং পুরি, রাজকুমার সিং এবং কে আলফোন্সও।