কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা

ফের রদবদলের সম্ভাবনা কেন্দ্রীয় মন্ত্রিসভায়। চলতি মাসের ১৫ তারিখের মধ্যে এই রদবদল  হতে পারে। পবন বনসল ও অশ্বিনী কুমারের পদত্যাগের পর রেল ও আইন মন্ত্রকে পূর্ণ সময়ের কোনও মন্ত্রী নেই।

Updated By: Jun 2, 2013, 10:14 PM IST

ফের রদবদলের সম্ভাবনা কেন্দ্রীয় মন্ত্রিসভায়। চলতি মাসের ১৫ তারিখের মধ্যে এই রদবদল  হতে পারে। পবন বনসল ও অশ্বিনী কুমারের পদত্যাগের পর রেল ও আইন মন্ত্রকে পূর্ণ সময়ের কোনও মন্ত্রী নেই।
রেল মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছেন সড়ক পরিবহন মন্ত্রী সিপি জোশী। আইন মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব রয়েছে টেলিকম মন্ত্রী কপিল সিব্বলের হাতে। শ্রীলঙ্কা ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ডিএমকের পাঁচ প্রতিমন্ত্রী। ওই প্রতিমন্ত্রীর পদগুলিও খালি রয়েছে। ফলে মন্ত্রিসভায় রদবদল অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। আগামী বছরই লোকসভা নির্বাচন। তার আগে দলের বহু নেতাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে সংগঠনের দায়িত্বে আনতে চায় কংগ্রেস। ফলে  লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে বড়সড় রদবদল ঘটতে চলেছে এআইসিসিতেও। 

.