অষ্টম শ্রেণি পর্যন্ত পাস-ফেল ফের চালু করছে কেন্দ্র

অষ্টম শ্রেণি পর্যন্ত পাস-ফেল চালু হচ্ছে আবার। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যেই ইঙ্গিত স্পষ্ট। আর তারই জেরে বিতর্ক দানা বাধছে । মাত্র পাঁচ বছরের মাথায় সিদ্ধান্ত বদলের দায় কার? উঠছে প্রশ্ন। সেই সঙ্গে  CBSC-তে দশম শ্রেণিতে বোর্ডের পরীক্ষাও বাধ্যতামূলক করতে বলা হচ্ছে। গতকাল দিন ভর মিটিংয়ের পর কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদের সদস্যরা পাশ ফেল ফের চালুর পক্ষই  একমত হয়েছেন। বিষয়টি নিয়ে এক মাসের মধ্যে রাজ্যগুলির মতামত  চেয়েছেন  মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি।  সকলের জন্য শিক্ষা আইনে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ ফেল তুলে দেওয়া হয়।  ফলে নতুন করে পাশ ফেল চালু করতে হলে সংসদে ওই আইন সংশোধন করতে হবে।

Updated By: Aug 20, 2015, 08:23 AM IST
অষ্টম শ্রেণি পর্যন্ত পাস-ফেল ফের চালু করছে কেন্দ্র

ওয়েব ডেস্ক: অষ্টম শ্রেণি পর্যন্ত পাস-ফেল চালু হচ্ছে আবার। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যেই ইঙ্গিত স্পষ্ট। আর তারই জেরে বিতর্ক দানা বাধছে । মাত্র পাঁচ বছরের মাথায় সিদ্ধান্ত বদলের দায় কার? উঠছে প্রশ্ন। সেই সঙ্গে  CBSC-তে দশম শ্রেণিতে বোর্ডের পরীক্ষাও বাধ্যতামূলক করতে বলা হচ্ছে। গতকাল দিন ভর মিটিংয়ের পর কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদের সদস্যরা পাশ ফেল ফের চালুর পক্ষই  একমত হয়েছেন। বিষয়টি নিয়ে এক মাসের মধ্যে রাজ্যগুলির মতামত  চেয়েছেন  মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি।  সকলের জন্য শিক্ষা আইনে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ ফেল তুলে দেওয়া হয়।  ফলে নতুন করে পাশ ফেল চালু করতে হলে সংসদে ওই আইন সংশোধন করতে হবে।

পাস-ফেল বিতর্ক

২০১০ সালের শিক্ষার অধিকার আইন অনুযায়ী, ক্লাস এইট পর্যন্ত পাস-ফেল তুলে দেওয়া হয়।

মাত্র ৫ বছরের মাথায় সেই সিদ্ধান্ত বদলের তোড়জোড় কি কেন্দ্রের অদূরদর্শিতারই পরিচয় নয়?

পাস-ফেল না থাকায় গত চার বছরে যে সব পড়ুয়ার শিক্ষার ভিত নড়বড়ে থেকে গেল, তাদের দায় কে নেবে?

ছাত্রছাত্রীদের মূল্যায়নের ক্ষেত্রে এখন কমপ্রিহেনসিভ অ্যান্ড কিউমুলেটিভ ইভ্যালুয়েশন পদ্ধতি চালু রয়েছে।  সেক্ষেত্রে পাস-ফেল আবার চালু হলে বিকল্প পদ্ধতি কী হবে? ধন্দে পড়ুয়ারা, শিক্ষক-শিক্ষিকারাও

নয়া বিধি কবে থেকে চালু হবে?তার আগে নতুন পরিকাঠামো গড়ে তোলার জন্য যথেষ্ট সময় কি আদৌ পাওয়া যাবে? ধন্দ থাকছেই।

.