টোকাটুকি রুখতে কেবল অন্তর্বাসেই পরীক্ষা

বাংলায় সদ্য শেষ হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। হাজার চেষ্টা করেও রোখা যায়নি নকল করা। রমরমিয়ে চলেছে গণ টোকাটুকি। কিন্তু এই গণ টোকাটুকি অবশ্য আটকে দেখাল বাংলার পাশের রাজ্য বিহার। এক অভিনব পদ্ধতির সহযোগিতায় নকল করার কোনও সুযোগ দিল না আমাদের প্রতিবেশি রাজ্য।

Updated By: Mar 1, 2016, 01:41 PM IST
টোকাটুকি রুখতে কেবল অন্তর্বাসেই পরীক্ষা
ছবি-এএনআই

ওয়েব ডেস্ক: বাংলায় সদ্য শেষ হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। হাজার চেষ্টা করেও রোখা যায়নি নকল করা। রমরমিয়ে চলেছে গণ টোকাটুকি। কিন্তু এই গণ টোকাটুকি অবশ্য আটকে দেখাল বাংলার পাশের রাজ্য বিহার। এক অভিনব পদ্ধতির সহযোগিতায় নকল করার কোনও সুযোগ দিল না আমাদের প্রতিবেশি রাজ্য।

রবিবার বিহারের মু্জাফফরপুর জেলায় ছিল সেনা নিয়োগের পরীক্ষা। প্রতি বছরই এই পরীক্ষায় টোকাটুকির অত্যাচারে জেরবার হতে হয় পরীক্ষকদের। তাই এবার ১১৫০ জন পরীক্ষার্থীকে খোলা মাঠে পরীক্ষা দিতে বসানো হয় শুধু অন্তর্বাস পরে। এর ফলে যেমন দেওয়াল টপকে নকলের যোগানও আটকেনো গেছে তেমনই জামাকাপড়ে কাগজ লুকিয়ে রেখে নকল করাও সম্ভব হয়নি। সুষ্ঠূ ভাবেই হয়েছে পরীক্ষা। 

.