কাশ্মীরে সেনা কনভয়ের কাছে গাড়ি বোমা বিস্ফোরণ
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা হয়। আত্মঘাতী গাড়ি বোমা হামলা হয় সিআরপিএফ কনভয়ে। সেই হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হন।
নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরে গাড়ি বোমা বিস্ফোরণ। এবার ঘটনাস্থল বানিহাল বলে জানা গিয়েছে। সেখানে জওহর টানেলের কাছে জাতীয় সড়কে ওই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে।
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে বিস্ফোরণ হয়। ঘটনার সময় ওই এলাকা থেকে কিছুটা দূরেই ছিল সেনাবাহিনীর কনভয়।
Jammu & Kashmir: A blast has occurred in a car in Banihal, Ramban. More details awaited. pic.twitter.com/XpnzzlkOYF
— ANI (@ANI) March 30, 2019
ফলে সেনাবাহিনীর কনভয়ে হামলার চালানোর জন্য বিস্ফোরণ, নাকি এর সঙ্গে জঙ্গিদের সম্পর্ক নেই, তা এখনই স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন সেনা ও পুলিসের আধিকারিকরা। তবে এই ঘটনায় এখনও হতাহতের কোনও খবর মেলেনি।
J&K: More visuals from Banihal, Ramban where an explosion occurred in a car. CRPF sources say 'prima facie blast in the car seems to be a cylinder explosion, CRPF convoy was at a significant distance from explosion site, does not appear to be an attack. Investigations on.' pic.twitter.com/u7pN6ckaFy
— ANI (@ANI) March 30, 2019
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা হয়। আত্মঘাতী গাড়ি বোমা হামলা হয় সিআরপিএফ কনভয়ে। সেই হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হন।
আরও পড়ুন: ‘পেছন থেকে বিজেপিকে কখনও ছুরি মারিনি’, সাফাই শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের
ফলে এবারও তেমনই কোনও লক্ষ্য ছিল না কি না, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সেনা সূত্রে খবর।