বানান বদলালেই পৃথিবী থেকে গায়েব করোনা!
স্পেলিং চেঞ্জ বদলে দেবে বিশ্বকেই!
নিজস্ব প্রতিবেদন: সম্ভবত এই নিউমারোলজিটুকুই বাদ ছিল। করোনা প্রতিরোধে এবার সে-ও নামল কোমর বেঁধে। বানান বদলালেই গায়েব হয়ে যাবে করোনা-- এমনই গ্যারান্টি দিচ্ছেন এক ব্যক্তি।
সম্প্রতি টুইটারে একটি পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে Andhra Pradesh-এর এস ভি আনন্দ রাও নামক এক ব্যক্তির দাবি, 'যদি 'Corona' বানান বদলে 'CARONAA' এবং 'Covid-19' বানান বদলে 'COVVIYD-19' লেখা হয় এবং এই বানান লেখা ব্যানার দরজায় লাগানো হয়, তবে শুধু সেই বাড়ি থেকে নয়, সকলেই এরকম করতে থাকলে গোটা দুনিয়া থেকেই গায়েব হয়ে যাবে করোনা।
আরও পড়ুন: শিশুদের দ্বারা Corona সংক্রমণের হার বেশি, বলছে সমীক্ষা
কী ভাবে?
এস ভি আনন্দ রাওয়ের দাবি--এটা সংখ্যাতত্ত্বের শক্তি। এবং এতে করোনা কমবে। এবং শুধু Ananthapuram জেলাতেই নয়, করোনা চলে যাবে বিশ্ব থেকেই! উক্ত পোস্টারটিতে নিজের ফোন নম্বরও দিয়েছেন তিনি। নেট-দুনিয়ায় তাঁর অভিনব পোস্ট নিয়ে সাড়া পড়ে গিয়েছে। করোনা সমস্যার সমাধান হবে কিনা কেউ জানে না, কিন্তু আপাতত এই পোস্ট নেট-নাগরিকদের মুখে হাসি ফুটিয়েছে। অনেকেরই সহাস্য মত,বানান বদলে (spelling change) যদি করোনা দূর করা যায়, তা হলে মন্দ কী!
করোনাভাইরাস ঘুম কেড়েছে বিজ্ঞানীদের, দেশের সাধারণ মানুষের, দেশের প্রশাসকদের। টিকা এলেও এই ভাইরাসে কোপে পড়ে প্রতিদিন মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। এই পরিস্থিতিতে Covid-19 থেকে মুক্তি পাওয়ার পথ বাতলে দিয়ে টুইটারে প্রকাশিত এই বিজ্ঞাপনটির সূত্রে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন আনন্দ রাও।