ফের বিপাকে Twitter, এবার চাইল্ড পর্নোগ্রাফি পোস্টের অভিযোগে দায়ের এফআইআর

সম্প্রতি গাজিয়াবাদে এক মুসলিম ব্যক্তিকে নিগ্রহের ঘটনার টুইটকে কেন্দ্র করে দুটি এফআইআর হয় গাজিয়াবাদ ও মধ্যপ্রদেশে

Updated By: Jun 29, 2021, 11:23 PM IST
ফের বিপাকে Twitter, এবার চাইল্ড পর্নোগ্রাফি পোস্টের অভিযোগে দায়ের এফআইআর

নিজস্ব প্রতিবেদন: এবার পকসো আইনের প্যাঁচে টুইটার। বারবার চাইল্ড পর্নগ্রাফি আপলোড করার অভিযোগ উঠছে টুইটারের বিরুদ্ধে। এনিয়ে সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিসের সাইবার সেল। এনিয়ে চতুর্থ এফআইআর হল টুইটারের বিরুদ্ধে।

আরও পড়ুন-UPSC-র নামেও ভুয়ো ইমেল আইডি! দেবাঞ্জনের নয়া কীর্তি ফাঁস জি ২৪ ঘণ্টায়  

দিল্লি পুলিসের কাছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস অভিযোগ করে, শিশুদের অশ্লীল ভিডিও ও ছবি বারবার আপলোড করা হচ্ছে টুইটারে(Twitter)। ওই অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করে দিল্লি পুলিস(Delhi Police)। এনিয়ে দিল্লি পুলিসের কাছে আগেও চিঠি লিখেছিল কমিশন।

সম্প্রতি ভারতের বিকৃত মানচিত্র পোস্ট করে বিপাকে পড়ে টুইটার। এনিয়ে প্রতিবাদ জানায় ভারত। চাপে পড়ে তা তুলে নিতে বাধ্য হয় তারা। এনিয়েও একটি এফআইআর দায়ের হয়েছে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে।

আরও পড়ুন-মার্চের পর প্রথমবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৬০০-র নিচে, মৃত ৩৫  

সম্প্রতি গাজিয়াবাদে এক মুসলিম ব্যক্তিকে নিগ্রহের ঘটনার টুইটকে কেন্দ্র করে দুটি এফআইআর হয় গাজিয়াবাদ ও মধ্যপ্রদেশে। 

ওই এফআইআরের পর কর্ণাটক হাইকোর্ট থেকে আপাতত রেহাই মিলেছে টুইটারের ভারতীয় প্রধান মণীশ মাহেশ্বরীর। তবে সেই আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে উত্তরপ্রদেশ পুলিস।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.