সিবিএসই দশম শ্রেণীর রেজাল্ট আউট

অনিশ্চয়তার মেঘ কাটিয়ে আগামী কালই (৩রা জুন, শনিবার) প্রকাশিত হতে চলেছে দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দশম শ্রেণীর ফলাফল। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাত্ Cbse.nic.in এবং Cbseresults.nic.in-এ জানা যাবে ফলাফল।

Updated By: Jun 2, 2017, 08:49 PM IST
সিবিএসই দশম শ্রেণীর রেজাল্ট আউট

ওয়েব ডেস্ক: অনিশ্চয়তার মেঘ কাটিয়ে আগামী কালই (৩রা জুন, শনিবার) প্রকাশিত হতে চলেছে দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দশম শ্রেণীর ফলাফল। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাত্ Cbse.nic.in এবং Cbseresults.nic.in-এ জানা যাবে ফলাফল।

উল্লেখ্য, এই বছর ৭ লক্ষ ৮১ হাজার ৪৬৩ জন পরীক্ষায় বসেছে। গত শনিবারই প্রকাশিত হয়েছে সিবিএসই-এর দ্বাদশ শ্রেণীর ফলাফল। এদিকে, গত ২৯শে মে ICSE এবং ISC-এর ফলে দেশজুড়ে বঙ্গ মেধার জয় জয়কার। 'কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেশন এক্সামিনেশনস' এর প্রকাশিত ফল অনুযায়ী সারা ভারতে প্রথম স্থান অধিকার করেছে কলকাতার অনন্যা মাইতি। ঐতিহ্যবাহী বিদ্যালয় 'দ্য হেরিটেজ স্কুল'-এর ছাত্রী অনন্যা মাইতি উচ্চমাধ্যমিক পরীক্ষায় শতাংশের বিচারে নাম্বার পেয়েছেন ৯৯.৫০%।

.