২ লক্ষ বা তার বেশি টাকা নগদে লেনদেন অবৈধ ঘোষণা আয়কর বিভাগের
২ লক্ষ বা তার বেশি পরিমান টাকা নগদে লেনদেন সম্পূর্ণরূপে অবৈধ ঘোষণা করল ভারতের আয়কর বিভাগ। আর যদি কোনও ব্যক্তি ২ লক্ষ বা তার বেশি টাকা নগদে লেনদেন করে থাকেন তাহলে তাকে সমপরিমান টাকা জরিমানা দিতে হবে। আয়কর বিভাগের তরফ থেকে দেশের জনগণকে উপদেশ হিসাবে বলা হয়েছে, এমন লেনদেনের ক্ষেত্রে আয়কর দফতরকে সর্বদাই লিখিত আকারে বা ই-মেলের মাধ্যমে জানাতে হবে। পাশাপাশি এও জানিয়ে দেওয়া হয়েছে, রসিদের মাধ্যমে সরকারকে, ব্যাঙ্ককে, পোস্ট অফিসকে এবং কো-অপারেটিভ ব্যাঙ্ককে টাকা দিলে সেক্ষেত্রে এই বিধি কার্যকারী নয়।
ওয়েব ডেস্ক: ২ লক্ষ বা তার বেশি পরিমান টাকা নগদে লেনদেন সম্পূর্ণরূপে অবৈধ ঘোষণা করল ভারতের আয়কর বিভাগ। আর যদি কোনও ব্যক্তি ২ লক্ষ বা তার বেশি টাকা নগদে লেনদেন করে থাকেন তাহলে তাকে সমপরিমান টাকা জরিমানা দিতে হবে। আয়কর বিভাগের তরফ থেকে দেশের জনগণকে উপদেশ হিসাবে বলা হয়েছে, এমন লেনদেনের ক্ষেত্রে আয়কর দফতরকে সর্বদাই লিখিত আকারে বা ই-মেলের মাধ্যমে জানাতে হবে। পাশাপাশি এও জানিয়ে দেওয়া হয়েছে, রসিদের মাধ্যমে সরকারকে, ব্যাঙ্ককে, পোস্ট অফিসকে এবং কো-অপারেটিভ ব্যাঙ্ককে টাকা দিলে সেক্ষেত্রে এই বিধি কার্যকারী নয়।
Cash transaction of Rs.2 lakh or more is prohibited !
(w.e.f. 01.04.2017) pic.twitter.com/F2UYjNkvj5— Income Tax India (@IncomeTaxIndia) June 2, 2017