বেআইনি চিট ফান্ডের বিরুদ্ধে রাজ্য গুলিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন্দ্রের

ভুঁইভোঁড় আর্থিক সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্য সরকারগুলিকে চিঠি দিল কেন্দ্র।  চিঠিতে সংশ্লিষ্ট রাজ্যগুলির পুলিসকে অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। কর্পোরেট বিষয়কমন্ত্রী শচিন পাইলট এই চিঠি পাঠিয়েছেন সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে।

Updated By: Apr 23, 2013, 12:05 PM IST

ভুঁইভোঁড় আর্থিক সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্য সরকারগুলিকে চিঠি দিল কেন্দ্র।  চিঠিতে সংশ্লিষ্ট রাজ্যগুলির পুলিসকে অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। কর্পোরেট বিষয়কমন্ত্রী শচিন পাইলট এই চিঠি পাঠিয়েছেন সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে।
গতকাল রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে চিটফান্ড প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার কী কী পদক্ষেপ নিচ্ছে তা জানতে চাওয়া হলে ওই চিঠির বিষয়টি জানান শচীন পাইলট। একইসঙ্গে ভুঁইফোঁড় আর্থিক সংস্থাগুলি সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ক্ষেত্রেও কেন্দ্র উদ্যোগ নিচ্ছে বলে জানান তিনি। মোবাইল ফোনে বাল্ক এসএমএস, টিভি চ্যানেলের টিকার এবং ডাকঘরে সঞ্চয়ের পাসবুকেও সচেতনতার ব্যাপারে প্রচার চালানো হবে বলেও জানিয়েছেন কর্পোরেট বিষয়কমন্ত্রী।

.