Edible Oil: মধ্যবিত্তের জন্য খুশির খবর, ১৫ টাকা কমছে ভোজ্য তেলের দাম
শুক্রবার থেকেই দাম কমার কথা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যবিত্তকে একটু স্বস্তি দিয়ে ভোজ্য তেলের (Edible Oil) দাম কমানোর নির্দেশ দিল কেন্দ্র। ১৫ টাকা দাম কমানোর নির্দেশ দেওয়া হল। শুক্রবার থেকেই দাম কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।
দেশে ভোজ্য তেলের (Edible Oil) দাম বেড়ে যাওয়ায় দেশের যে পরিমাণ ভোজ্য তেলের (Edible Oil) প্রয়োজন তার থেকে ৬০ শতাংশ বেশি আমদানি করেছে কেন্দ্র সরকার। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের (Edible Oil) দাম কমেছে। দুয়ে মিলিয়ে চাপে পড়ে গিয়েছে দেশের ভোজ্য তেল উৎপাদনকারী সংস্থাগুলি। এর মধ্যেই এই নির্দেশ কেন্দ্রের।
দেশে ভোজ্য তেলের দাম অনেকটাই বেড়ে যাওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা এর মধ্যে গত মাসে প্রতি লিটার তেলে ১০-১৫ টাকা কম করে তেল উৎপাদক সংস্থাগুলি। এর মধ্য়েই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যায়। তার পরই দেশের ভোজ্য তেল উৎপাদক সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের সচিব সুধাংশু পান্ডে।