জমি বিলেও অর্ডিন্যান্সের পথে হাঁটল কেন্দ্র

কয়লা, বিমার পর এ বার জমি বিলেও অর্ডিন্যান্সের পথে হাঁটল কেন্দ্র। ক্ষতিপূরণের পরিমাণ এক থাকলেও জমি অধিগ্রহণের শর্ত শিথিল করা হয়েছে। বেসরকারি সংস্থা জমি নিলে আগের মতোই আশি শতাংশ জমি মালিকের সম্মতি লাগবে। কিন্তু, সরকারি-বেসরকারি যৌথ প্রকল্পের ক্ষেত্রে ৭০ শতাংশ জমি মালিকের সম্মতি আদায়ের শর্ত ছেঁটে ফেলা হয়েছে।

Updated By: Dec 29, 2014, 10:35 PM IST

ওয়েব ডেস্ক: কয়লা, বিমার পর এ বার জমি বিলেও অর্ডিন্যান্সের পথে হাঁটল কেন্দ্র। ক্ষতিপূরণের পরিমাণ এক থাকলেও জমি অধিগ্রহণের শর্ত শিথিল করা হয়েছে। বেসরকারি সংস্থা জমি নিলে আগের মতোই আশি শতাংশ জমি মালিকের সম্মতি লাগবে। কিন্তু, সরকারি-বেসরকারি যৌথ প্রকল্পের ক্ষেত্রে ৭০ শতাংশ জমি মালিকের সম্মতি আদায়ের শর্ত ছেঁটে ফেলা হয়েছে।

ছাঁটা হয়েছে, জমি নেওয়ার আগে সামাজিক সমীক্ষার শর্তও। প্রতিরক্ষা, গ্রামীণ পরিকাঠামো, স্বল্প মূল্যের আবাসন,জাতীয় সড়ক এবং শিল্প করিডোরের জন্য জমি নিলে তা অধিগ্রহণ আইনের আওতায় আসবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।  

.