পিছিয়ে গেল চন্দ্রযান-৩ অভিযান, জানাল ইসরো

সম্ভবত গগনযানেরও মহাকাশে যেতে বিলম্ব হবে।

Updated By: Feb 22, 2021, 05:58 PM IST
পিছিয়ে গেল চন্দ্রযান-৩ অভিযান, জানাল ইসরো

নিজস্ব প্রতিবেদন: ভারতের মহাকাশ গবেষণায় ছন্দপতন। পিছিয়ে গেল ভারতের চন্দ্রযান অভিযান। এমনটাই জানাল ইসরো।

এই চন্দ্রাভিযান ছিল ভারতের তৃতীয় মিশন। ভারতের এই 'মিশন টু মুন' আপাতত স্থগিত রাখা হল। চন্দ্রযান-৩ (Chandrayaan-3) উৎক্ষেপণ হবে সম্ভবত ২০২২ সালে। এমন সম্ভাবনার কথাই জানিয়েছেন ইসরো (Indian Space Research Organisation/ISRO) প্রধান কে শিবান (K Sivan)।

আরও পড়ুন: সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পেরে পদত্যাগ পুদুচেরির মুখ্যমন্ত্রীর

লকডাউনে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (Indian Space Research Organisation) একাধিক প্রকল্প ধাক্কা খেয়েছে। এর মধ্যেই একটি হল এই চন্দ্রযান-৩। চলতি বছর শেষের দিকে এই চন্দ্রযান-৩ উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু পূর্বনির্ধারিত সময় অনুযায়ী তা করা সম্ভব হচ্ছে না। 

সম্ভবত গগনযানেরও (Gaganyaan) মহাকাশে যেতে বিলম্ব হবে। পূর্বসূরীদের মতো চন্দ্রযান-৩-এর কোনও অরবিটার থাকবে না। যে অরবিটার চন্দ্রযান ২-তে ব্যবহার করা হয়েছিল সেটিই ব্যবহার হবে নতুন এই চন্দ্রযানে। দ্বিতীয় চন্দ্রাভিযান ব্যর্থ হয়েছিল। ফলে এবার ইসরোর মূল লক্ষ্য তৃতীয় এই চন্দ্রাভিযানকে সফল করা। প্রসঙ্গত, ৭ সেপ্টেম্বর অবতরণের সময় চাঁদে আছড়ে পড়ে ভেঙে গিয়েছিল 'বিক্রম'।

আরও পড়ুন: ছ'মাসের জামিনে মুক্ত ভারাভারা রাও

.