কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের প্রক্রিয়া শুরু
বেশ কিছু রদবদল হতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। সূত্রের খবর এব্যাপারে আলোচনার জন্য সম্ভবত আজই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তৃণমূলের ৬ মন্ত্রী ইস্তফা দেওয়ার ফলে রেলমন্ত্রক ছাড়াও ৫ টি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর পদ খালি। শুন্যস্থান পুরণে অবিলম্বে মন্ত্রিসভায় কিছু পরিবর্তন জরুরি। অনুমান আগামী সপ্তাহেই এব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা হতে পারে।
বেশ কিছু রদবদল হতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। সূত্রের খবর এব্যাপারে আলোচনার জন্য সম্ভবত আজই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তৃণমূলের ৬ মন্ত্রী ইস্তফা দেওয়ার ফলে রেলমন্ত্রক ছাড়াও ৫ টি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর পদ খালি। শুন্যস্থান পুরণে অবিলম্বে মন্ত্রিসভায় কিছু পরিবর্তন জরুরি। অনুমান আগামী সপ্তাহেই এব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা হতে পারে।
২০১৪-র সাধারণ নির্বাচনে বেশ কয়েকজন মন্ত্রীকে দলের কাজে নিয়োগ করতে চান সোনিয়া গান্ধী। তাই কেন্দ্রীয় মন্ত্রিসভায় বেশ কিছু নতুন মুখ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যাঁরা একই সঙ্গে কয়েকটি মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন, তাঁদেরও বোঝা কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সূত্রের খবর, রেলমন্ত্রক নিজেদের হাতেই রাখতে চায় কংগ্রেস। সেক্ষেত্রে রেলমন্ত্রীর পদে জয়রাম রমেশের নাম ভাবা হচ্ছে বলে খবর। রমেশ বর্তমান গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব রয়েছেন। তবে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ এবং বিদেশমন্ত্রকে কোনও রদবদলের সম্ভাবনা নেই বলেই এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে।