চেন্নাইয়ের মেঘলা আকাশে দাপট নেই সূর্যের, আরও বৃষ্টির পূর্বাভাস

মেঘলা আকাশ ছিড়ে সূর্য উঁকি দিচ্ছে। তবে দাপট নেই। আজও চেন্নাই শাসন করবে বরুণ দেব। আবহওয়া দপ্তরের আগাম খবর, আগামি তিন ঘণ্টার মধ্যে আবার বৃষ্টি নামবে। এদিকে গত তিন ঘণ্টা ধরে ভালই বৃষ্টি হচ্ছে পুদুচেরিতে। চেন্নাইয়েও যদি সেইরকম মুষলধারে বৃষ্টি হয় সঙ্কট আর বাড়বে। গতকালই ঠিক হয়েছিল দুপুরের দিকে চেন্নাই এয়ারপোর্ট আংশিক ভাবে খোলা হবে আজ, কিন্তু বৃষ্টি হলে গড়বড় হয়ে যাবে সবকিছু। এদিকে এখনও অধিকাংশ জায়গাতেই বিপর্যস্ত মোবাইল পরিষেবা, যথাযথ ত্রাণ ব্যবস্থা করা সম্ভব হয়নি এখনও পর্যন্ত।রেল, আকাশ, সড়কপথে যোগাযোগ বিপর্যস্ত হয়ে যাওয়ায় ত্রাণ পৌছানো সম্ভব হচ্ছে না।

Updated By: Dec 5, 2015, 12:00 PM IST
চেন্নাইয়ের মেঘলা আকাশে দাপট নেই সূর্যের, আরও বৃষ্টির পূর্বাভাস

ওয়েব ডেস্ক: মেঘলা আকাশ ছিড়ে সূর্য উঁকি দিচ্ছে। তবে দাপট নেই। আজও চেন্নাই শাসন করবে বরুণ দেব। আবহওয়া দপ্তরের আগাম খবর, আগামি তিন ঘণ্টার মধ্যে আবার বৃষ্টি নামবে। এদিকে গত তিন ঘণ্টা ধরে ভালই বৃষ্টি হচ্ছে পুদুচেরিতে। চেন্নাইয়েও যদি সেইরকম মুষলধারে বৃষ্টি হয় সঙ্কট আর বাড়বে। গতকালই ঠিক হয়েছিল দুপুরের দিকে চেন্নাই এয়ারপোর্ট আংশিক ভাবে খোলা হবে আজ, কিন্তু বৃষ্টি হলে গড়বড় হয়ে যাবে সবকিছু। এদিকে এখনও অধিকাংশ জায়গাতেই বিপর্যস্ত মোবাইল পরিষেবা, যথাযথ ত্রাণ ব্যবস্থা করা সম্ভব হয়নি এখনও পর্যন্ত।রেল, আকাশ, সড়কপথে যোগাযোগ বিপর্যস্ত হয়ে যাওয়ায় ত্রাণ পৌছানো সম্ভব হচ্ছে না।

.