ডোকা লা মালভূমিতে ফের তত্পরতা চিনের, তৈরি করা হয়েছে রাস্তা-গ্রাম!

ডোকা লা-য় যে জায়গা নিয়ে ভারতের সঙ্গে বিবাদ সেই জায়গাটিকে ছেড়ে রেখেছে চিন। পরিবর্তে ধীরে ধীরে তারা ডোকা লা মালভূমিতে বসতি-রাস্তা গড়ে তুলেছে

Updated By: Nov 22, 2020, 08:33 PM IST
ডোকা লা মালভূমিতে ফের তত্পরতা চিনের, তৈরি করা হয়েছে রাস্তা-গ্রাম!

নিজস্ব প্রতিবেদন: তিন বছর আগের ডোকা লা ইস্যুকে ফের জাগিয়ে তোলার চেষ্টা করছে চিন।

ভুটান সীমান্তের ২ কিলোমিটার মধ্যে একটি গ্রাম তৈরি করেছে চিন। এবার ৯ কিলোমিটার লম্বা একটি রাস্তা তৈরি করেছে ভুটান সীমানার ভেতরে। এত চিনা সেনা দ্রুত জোমপেরলিতে পৌঁছে যেতে পারবে। ২০১৭ সালে এখানেই চিনা সেনাদের আটকে দিয়েছিল ভারতীয় সেনা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এমনটাই উঠে এসেছে উপগ্রহ চিত্রে।

আরও পড়ুন-জম্মুর সাম্বায় ভারত-পাক সীমান্তে লম্বা সুড়ঙ্গ খুঁজে বের করল বিএসএফ 

২০১৭ সালে চিনা সেনাদের আগ্রাসন রুখতে গিয়ে তাদের সঙ্গে হাতাহাতি সংঘর্ষে জড়িয়ে পড়েছিল ভারতীয় জওয়ানরা। কারণ জোমপেরলি শৈলশিরায় পৌঁছে যেতে পারলে, উত্তরপূর্ব ভারতের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের সংযোগকারী 'চিকেন নেক'-এর ওপরে নজর রাখতে পারবে চিনা সেনা।  এখন তোর্সা নদীর তীর বরাবর ওই রাস্তা তৈরি করেছে চিনা সেনা। ওই রাস্তা থেকে ডোকা লা-য় যে জায়গায় ভারতীয় সেনার সঙ্গে চিনা সেনার সংঘর্ষ হয়েছিল তার দূরত্ব মাত্র ১০ কিলোমিটার।

আরও পড়ুন-গোমাতা পুজোয় গোমূত্র পান বিজেপি নেতৃত্বের, হইচই দিনহাটায়

উল্লেখ্য, ডোকা লা-য় যে জায়গা নিয়ে ভারতের সঙ্গে বিবাদ সেই জায়গাটিকে ছেড়ে রেখেছে চিন। পরিবর্তে ধীরে ধীরে তারা ডোকা লা মালভূমিতে বসতি-রাস্তা গড়ে তুলেছ। তিন বছর আগেও ওইসব রাস্তা বা গ্রামের কোনও অস্তিত্ব ছিল না। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

.