ডোকা লা থেকে সরেছে অধিকাংশ চিনা সেনা, জানালেন সেনাপ্রধান
গত ডিসেম্বরে ভারত-তিব্বত সীমান্তে একটি রাস্তা তৈরি করার চেষ্টা করছিল চিন। তাও রুখে দেওয়া হয়েছে
ওয়েব ডেস্ক: ডোকা লা নিয়ে টানা ৭৩ দিন ধরে ভারত-চিন টানাপোড়েন চলেছিল। সিকিমের সেই ডোকা লা থেকেই এখন বড় অংশের সেনা সরিয়ে নিয়েছে চিন। সোমবার সেনাবাহিনীর এক অনুষ্ঠানে এমনই তথ্য দিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।
সিকিমে ভারত-চিন সংঘাতের কথা বলতে গিয়ে সেনাপ্রধান বলেন, টানা ৭৩ দিন ধরে চলা ডোকা লা বিতর্ক মিটে গিয়েছে। সেখান থেকে বহু সংখ্যক সেনা সরিয়ে নিয়েছে চিন। পাশাপাশি গত ডিসেম্বরে ভারত-তিব্বত সীমান্তে একটি রাস্তা তৈরি করার চেষ্টা করছিল চিন। তাও রুখে দেওয়া হয়েছে।
আরও পড়ুন-ম্যান্ডেলার দেশে 'দাদাগিরি' ভারতীয় বোলারদের, জয়ের জন্য দরকার ২০৮
ভারতের সীমানায় ৬০০ মিটার লম্বা একটি রাস্তা তৈরি করে ফেলে চিনা শ্রমিকরা। সেনাবাহিনী তাদের সেখান থেকে সরিয়ে দেয়। তাদের নির্মাণ সামগ্রী আটক করে। এনিয়ে দুদেশের সেনা স্তরে বৈঠক হয়েছে। এর পর আর কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন সেনাপ্রধান।
সেনাবাহিনীর ওই অনুষ্ঠানে সোমবার ভারতীয় সেনাবাহিনীতে উন্নত প্রযুক্তি ব্যবাহার করার কথা বলেন রাওয়াত। পাশাপাশি তিনি এও বলেন, ভারতীয় যুদ্ধ সরঞ্জাম নিয়েই লড়াই করতে হবে আগামী দিনে। বিদেশ থেকে অস্ত্র আমদানি কমাতে হবে বলেও মত সেনা প্রধানের।