আজই প্রকাশিত হচ্ছে ICSE ও ISC-র ফল, দেখে নিন কীভাবে জানবেন রেজাল্ট

কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হতে চলেছে আসিএসই ও আইএসসি পরীক্ষার ফল। বেলা ৩টেয় ফল প্রকাশিত হবে বোর্ডের অফিশিয়াল সাইটে প্রকাশিত হবে ফল। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল জানা যাবে cisce.org, examresults.net, results.nic.in-এ।

Updated By: May 14, 2018, 02:50 PM IST
আজই প্রকাশিত হচ্ছে ICSE ও ISC-র ফল, দেখে নিন কীভাবে জানবেন রেজাল্ট

ওয়েব ডেস্ক: কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হতে চলেছে আসিএসই ও আইএসসি পরীক্ষার ফল। বেলা ৩টেয় ফল প্রকাশিত হবে বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে ফল। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল জানা যাবে cisce.org, examresults.net, results.nic.in-এ।

চলতি বছর ২৬ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল আইসিএসই পরীক্ষা। ৭ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিল নেওয়া হয়েছিল আইএসসি পরীক্ষা। 

কী ভাবে জানবেন ফল? 

১. ফোন বা কম্পিউটার থেকে আইএসসিই-র অফিশিয়াল ওয়েবসাইট cisce.org-এ যান। 
২. হোম পেইজে "ISCE 10 Results 2018" বা "ISE 12 Results 2018" দেখতে পাবেন।
৩. যে পরীক্ষার ফল জানতে চান সেটিতে ক্লিক করুন। 
৪. এবার প্রয়োজনীয় তথ্য, যেমন - রোল, জন্ম তারিখ পূরণ করুন।
৫. সাবমিট ক্লিক করে রেজাল্ট ডাউনলোড করুন।
৬. প্রয়োজনে প্রিন্ট করে ফেলুন রেজাল্ট।

এছাড়া ফোনেও জানা যাবে ফল। সেজন্য ICSE <space> (সাত সংখ্যার ইউনিক আইডি) টাইপ করে পাঠাতে হবে  09248082883 নম্বরে.
এবছর মোট ২,৬৬,০১১ জন ছাত্রছাত্রী আইসিএসই ও আইএসসি পরীক্ষা দেন। সোমবার প্রকাশিত হতে চলেছে পরীক্ষার ফল। 

.