উত্তরাখণ্ডে মেঘভেঙে মৃত ৩৩

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। বৃষ্টি, ধস আর হড়কা বানে এপর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ অন্তত ৩৫ জন। বৃহস্পতি রাত থেকে পরের পর মেঘ ভাঙে উত্তরাখণ্ডে। সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে রুদ্রপ্রয়াগ।

Updated By: Sep 15, 2012, 10:26 AM IST

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। বৃষ্টি, ধস আর হড়কা বানে এপর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ অন্তত ৩৫ জন। বৃহস্পতি রাত থেকে পরের পর মেঘ ভাঙে উত্তরাখণ্ডে। সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে রুদ্রপ্রয়াগ।
মেঘভেঙে চুন্নি, মাঙ্গোলি, কিমানা, সানসারি, গিরিয়া, ব্রাহ্মণখালির মতো একাধিক গ্রামের পরিস্থিতি উদ্বেগজনক। বিপর্যস্ত হয়ে পড়েছে জাতীয় সড়ক। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে রুদ্রপ্রয়াগের। হেলিকপ্টারে তল্লাসি অভিযান শুরু হয়েছে। উদ্ধারকাজ শুরু করেছে সেনাবাহিনী। হাত লাগিয়েছেন আইটিবিপি কর্মীরাও। বিদ্যুত্ পরিষেবাও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে রুদ্রপ্রয়াগে। হৃষিকেশ-বদ্রিনাথ এবং হৃষিকেশ-গঙ্গোত্রী জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে। যুদ্ধকালীন ভিত্তিতে উদ্ধারকাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণা।
স্থানীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের আক আধিকারিক জানিয়েছেন, "এখনও পর্যন্ত ২২ টি দেহ উদ্ধার করা হয়েছে, বহু মানুষ নিখোঁজ রয়েছেন"। মাঝ রাতে বিপর্যয় নামায় অধিকাংশ মানুষেরই ঘুমের মধ্যে মৃত্যু হয়। রুদ্রপ্রয়াগের জেলা শাসক নীরাজ খেরওয়াল বলেন, "প্রাকৃতিক বিপর্যয়ের পর, সেনা ও আইটিবিপি উদ্ধার শুরু করেছে"।

.