প্রধানমন্ত্রীর কাছে একান্ত বৈঠকে কী দাবি রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

প্রধানমন্ত্রীর কাছে ফের ঋণ মকুবের দাবি জানালেন মুখ্যমন্ত্রী। জানালেন  রাজ্যের অন্যান্য আর্থিক দাবিদাওয়াও। আজ দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Jul 27, 2016, 06:54 PM IST
প্রধানমন্ত্রীর কাছে একান্ত বৈঠকে কী দাবি রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রীর কাছে ফের ঋণ মকুবের দাবি জানালেন মুখ্যমন্ত্রী। জানালেন  রাজ্যের অন্যান্য আর্থিক দাবিদাওয়াও। আজ দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মোদীর কাছে মমতার আর্জি , পশ্চিমবঙ্গের ঋণ মকুবের ব্যাপারে উদ্যোগী হোক কেন্দ্র। বহু রাজ্যই দেনায় ডুবে রয়েছে।  সমস্যা সমাধানে কেন্দ্রকে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ করেছেন মমতা। রাজ্যের প্রাপ্য বন্যার বকেয়া টাকা নিয়েও  প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। বহু সামাজিক প্রকল্প বন্ধ হওয়ার বিষয়টিও মোদীকে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর আর্জি, রাজ্যের সমস্যা সমাধানে দ্রুত হস্তক্ষেপ করুক কেন্দ্র।

.