করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে ৫৫৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে চলছে কোচিং, গ্রেফতার মালিক
কোচিং সেন্টারের পাশে একটি থাকার ব্যবস্থা করেছিলেন মালিক।
![করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে ৫৫৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে চলছে কোচিং, গ্রেফতার মালিক করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে ৫৫৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে চলছে কোচিং, গ্রেফতার মালিক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/05/25/321911-adb7e2f0-93a5-11eb-aae6-7fc003b6632f16219020373351621902044510.jpg)
নিজস্ব প্রতিবেদন: প্রায় ৫০০-র বেশি ছাত্র ছাত্রী নিয়ে চলছে কোচিং সেন্টার। লকডাউন, স্বাস্থ্যবিধি, করোনাকে বিন্দুমাত্র তোয়াক্কা না করে একটি ঘরের মধ্যে চলছিল ক্লাস। করোনা দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর সরকারের নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ক্লাস চলছিল। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে কোচিং সেন্টারের মালিককে।
আরও পড়ুন: বুধবার দুপুরেই আছড়ে পড়বে Yaas, কলকাতায় আমফানের মতো পরিস্থিতি নয়, জানাল হাওয়া অফিস
ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোটে। পুলিস স্থানীয় সূত্রে খবর পেয়ে হানা দেয়। সেই মুহূর্তে উপস্থিত ছিল ৫৫৫ জন পড়ুয়া। ঘটনাস্থল থেকে জয়সুখ সংখ্যলভ নামে ওই সেন্টারের মালিককে গ্রেফতার করে পুলিস। করানোয় কোভিড বিধি লঙ্ঘন, ভারতীয় দণ্ডবিধি, মহামারি আইন এবং পুলিশের নির্দেশ অমান্য করার অভিযোগ দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে।
আরও পড়ুন: Live: সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৯ লাখ মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে: মমতা
কোচিং সেন্টারের পাশে একটি থাকার ব্যবস্থা করেছিলেন তিনি। সেখানে পড়ুয়ারা থেকে ওই কোচিং-য়ে লেখাপড়া করতেন। তিনি জানিয়েছেন, পড়ুয়াদের অভিভাবকদের অনুমতি নিয়েই চলত কোচিং।