ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত, কাশ্মীরে তাপমাত্রা হিমাঙ্কের নিচে
উত্তর ভারতজুড়ে ঠান্ডার দাপট অব্যাহত। আজও দিল্লি থেকে বিভিন্ন রুটি বেশ কয়েকটি ট্রেনের সময় সময় পরিবর্তন করা হয়েছে। দেরিতে চলছে বহু ট্রেন। বিমান চলাচলের প্রভাব পড়েছে কুয়াশা। তবে, এর মাঝে সবথেকে খারাপ পরিস্থিতি জম্মু ও কাশ্মীরের।
ওয়েব ডেস্ক : উত্তর ভারতজুড়ে ঠান্ডার দাপট অব্যাহত। আজও দিল্লি থেকে বিভিন্ন রুটি বেশ কয়েকটি ট্রেনের সময় সময় পরিবর্তন করা হয়েছে। দেরিতে চলছে বহু ট্রেন। বিমান চলাচলের প্রভাব পড়েছে কুয়াশা। তবে, এর মাঝে সবথেকে খারাপ পরিস্থিতি জম্মু ও কাশ্মীরের।
আরও পড়ুন- আজও দিল্লি সহ উত্তর ভারতের বিভিন্ন শহরে কুয়াশার দাপট
গতকাল রাতে লেহ ও শ্রীনগরে তাপমাত্রা ছিল সবচেয়ে কম। লেহ-তে যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল হিমাঙ্কের ১৩.২ ডিগ্রি সেলসিয়াস নীচে। অন্যদিকে, শ্রীনগরে তাপমাত্রা নেমে দাঁড়ায় মাইনাস ৪.৫ ডিগ্রি সেলসিয়াসে।
আগামী কয়েকদিন এই পরিস্থিতির কোনও উন্নতি হবে না বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। তাপমাত্রা নেমেছে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতেও।