Farmer's Protest Update:'অন্নদাতা'দের কোনও নিন্দা নয়, মত রাজনাথের

কৃষকদের দেশের অর্থনীতির মেরুদণ্ড বলে নির্দেশ করেন রাজনাথ সিং।

Updated By: Dec 31, 2020, 12:58 PM IST
Farmer's Protest Update:'অন্নদাতা'দের কোনও নিন্দা নয়, মত রাজনাথের

নিজস্ব প্রতিবেদন: কৃষকনিন্দাকে কড়া ভাষায় নিন্দা করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh)। 

যাঁরা দেশের 'অন্নদাতা' (annadatas) তাঁদের 'নকশাল' (Naxals) বা 'খলিস্তানি' (Khalistani) বলাটা একেবারেই বরদাস্ত করা চলে না-- অনেকটা এই সুরেই বুধবার কৃষকনিন্দার সমালোচনা করলেন রাজনাথ সিং। রাজনাথ এ-ও জানান, কৃষকদের কথা ভেবেই কৃষি আইন আনা হয়েছে। প্রতিবাদী কৃষকেরা অন্তত দু'বছর দেখুন, এই আইনে তাঁদের কী লাভ-ক্ষতি হয়। তিনি বলেন, কৃষকদের আন্দোলনে সরকার 'ব্যথিত'।

এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে কৃষকদের তিনি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের 'অন্নদাতা' বলে উল্লেখ করেন। শুধু তাই নয়,কৃষকদের তিনি দেশের অর্থনীতির মেরুদণ্ড বলেও  (the economy’s backbone) নির্দেশ করেন।

কিন্তু কৃষক বিক্ষোভের জেরে কৃষকদের এই দেশবিরোধী হিসাবে দাগিয়ে দেওয়ার সাম্প্রতিক প্রবণতার কড়া সমালোচনা করে প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন। তবে তিনি জানান, কৃষকেরা যদি কৃষি আইনের কোনও সংশোধন চান, তবে সরকার সেটা নিয়ে খুবই নমনীয়। 

Also Read: Farm Laws নিয়ে চলছে বৈঠক, ক্ষোভ ভুলে এবার সরকারের দেওয়া খাবার খেলেন কৃষকরা

.