ক্যাগ বিতর্কে উত্তাল সংসদ, মুলতুবি দুই কক্ষ

কয়লা ব্লক বণ্টন দুর্নীতি কাণ্ডে ক্যাগের পেশ করা রিপোর্টের জেরে বৃহস্পতিবার উত্তাল হল সংসদের দুই কক্ষ। `কোলগেট` কেলেঙ্কারীর জন্য প্রধানমন্ত্রী তথা তৎকালীন কয়লা মন্ত্রী মনমোহন সিং-এর পদত্যাগ দাবি করে বিরোধী শিবির। দিনভর উত্তেজনার জেরে প্রথমে দুপুর ১২টা পর্যন্ত তারপর দিনের জন্য লোকসভার কাজ মুলতুবি হয়ে যায়।

Updated By: Aug 21, 2012, 09:03 PM IST

কয়লা ব্লক বণ্টন দুর্নীতি কাণ্ডে ক্যাগের পেশ করা রিপোর্টের জেরে বৃহস্পতিবার উত্তাল হল সংসদের দুই কক্ষ। `কোলগেট` কেলেঙ্কারীর জন্য প্রধানমন্ত্রী তথা তৎকালীন কয়লা মন্ত্রী মনমোহন সিং-এর পদত্যাগ দাবি করে বিরোধী শিবির। দিনভর উত্তেজনার জেরে প্রথমে দুপুর ১২টা পর্যন্ত তারপর দিনের জন্য লোকসভার কাজ মুলতুবি হয়ে যায়।
অন্যদিকে, রাজ্যসভায় শুধুমাত্র ইউপিএ প্রার্থী পি জে কুরিয়েনের নিম্নকক্ষের সহ-অধ্যক্ষ নির্বাচিত হওয়া পর্যন্ত কাজ চলে। বিরোধীদের হট্টোগোলে রাজ্যসভাও এদিনের মতো মুলতুবি করতে বাধ্য হন স্পিকার। মঙ্গলবার লোকসভার কাজ শুরু হওয়ার পরই বিজেপি, জেডি-ইউ, আকালিদল, শিবসেনার মতো বিরোধী দলগুলি ফ্লোরে নেমে এসে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানাতে শুরু করে। বাম, এআইএডিএমকে এবং টিডিপি-র সদস্যরাও কেন্দ্রের বিরোধে সরব হন।
গত শুক্রবার সংসদে পেশ হয় ক্যাগ রিপোর্ট। রিপোর্টে বলা হয়, ২০০৫ থেকে ২০০৯ সালের মধ্যে নিলাম ছাড়া কয়লা ব্লক অনুমোদন করানোয় রাজকোষের ১.৮৬ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে। উত্তেজনার জেরে লোকসভা অধ্যক্ষ মীরা কুমার দুপুর অবধি সংসদ মুলতুবি রাখেন। দ্বিতীয় দফায় সভা বসলেও পরিস্থিতির পরিবর্তন নাহওয়ায় এদিনের মতো সভার কাজ মুলতুবি হয়ে যায়। বিক্ষুদ্ধ সাংসদের বার বার শান্ত হওয়ার অনুরোধ করেন অধ্যক্ষ। সভা মুলতুবি হওয়ার আগে মীরা কুমার বলেন, "আমরা এই বিষয়ে সংসদে আলোচনা করতে পারি"। স্বরাষ্ট্র মন্ত্রী সুশীল কুমার শিন্ডেও জানিয়ে দেন, আলোচনায় তাঁদের তরফেও কোনও আপত্তি নেই।

.