এবার ‌যুদ্ধের ময়দানে নামবেন মহিলারাও? কী বললেন প্রতিরক্ষামন্ত্রী সীতারমন

Updated By: Sep 3, 2017, 09:37 PM IST
এবার ‌যুদ্ধের ময়দানে নামবেন মহিলারাও? কী বললেন প্রতিরক্ষামন্ত্রী সীতারমন

ওয়েব ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের ‌যুদ্ধক্ষেত্রে পাঠানো নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। খোদ সেনাপ্রধানও এনিয়ে আলোচনা করবেন বলে সম্প্রতি আশ্বাস দিয়েছেন। এনিয়ে এবার মুখ খুললেন দেশের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন।

দেশের মহিলা সেনাদের ‌যুদ্ধের ময়দানে পাঠানো নিয়ে বলতে গিয়ে সীতারমন বলেন, এনিয়ে গোটা বিষয়টা প‌র্যালোচনা করে দেখব। খোলা মনে এনিয়ে আলোচনা করব। অরুণ জেটলিজির আমলে উনি প্রতিরক্ষার বহু বিষয় নিয়ে নাড়াচড়া করেছেন। আমিও এবার দেখব মহিলাদের ‌যুদ্ধের ময়দানে নামানো নিয়ে দেওয়া প্রস্তাব কী অবস্থায় রয়েছে।

দেশে এতদিন ফের একজন মহিলা প্রতিরক্ষামন্ত্রী হলেন, এতে কি প্রথা ভঙ্গ হল? সীতারমন বলেন, একেবারেই তাই। প্রধানমন্ত্রী বরাবরই মহিলাদের উন্নয়ণে সচেষ্ট। তবে এবার তিনি একেবারে এক স্পষ্ট বার্তা দিলেন। এই সিদ্ধান্তের প্রভাব আমি বুঝতে পারছি। দেশের বহু মহিলা এর জন্যই অপেক্ষা করছিল।

আরও পড়ুন-জন্মদিনে জেনে নিন বিবেক ওবেরয়ের সম্পর্কে অজানা কিছু তথ্য

.