নোট বাতিল ইস্যুতে সরাসরি মমতার পাশে নয়, জানাল কংগ্রেস, সিপিআই
নোট ইস্যুতে আন্দোলনের পথ আলাদা হতে পারে। কিন্তু, সাধারণ মানুষের দুর্দশার বিরুদ্ধে প্রতিবাদের সুর এক। মমতা বন্দ্যোপাধ্যায়ের রোল-ব্যাকের দাবি প্রসঙ্গে এমনই মত কংগ্রেসের। মমতা দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। অভিযোগ বিজেপির।
ওয়েব ডেস্ক : নোট ইস্যুতে আন্দোলনের পথ আলাদা হতে পারে। কিন্তু, সাধারণ মানুষের দুর্দশার বিরুদ্ধে প্রতিবাদের সুর এক। মমতা বন্দ্যোপাধ্যায়ের রোল-ব্যাকের দাবি প্রসঙ্গে এমনই মত কংগ্রেসের। মমতা দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। অভিযোগ বিজেপির।
আরও পড়ুন- "ঘর ঘর মে শোর হ্যায়, আমজনতা রো রাহা হ্যায়", শহরে ঝটিটি সফর মুখ্যমন্ত্রীর
এদিকে, নোট বাতিল ইস্যুতে মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এ নিয়ে সন্দেহ নেই। এ নিয়ে আন্দোলনও চালাতে হবে।তবে দল অনুযায়ী আন্দোলনের পথও ভিন্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন প্রসঙ্গে প্রতিক্রিয়া CPI নেতা ডি রাজার। তবে, নোট বাতিল ইস্যুতে মমতার আন্দোলনকে সমর্থন জানালেন জেডিইউ নেতা শরদ যাদব। তবে নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারে তার সায় নেই বলে জানিয়েছেন তিনি।