ইস্যু তেলেঙ্গানা,আজ ফের বৈঠকে নাজেহাল কংগ্রেস

তেলেঙ্গানা ইস্যুতে আজ ফের বৈঠকে বসছে কংগ্রেসের কোর গ্রুপ। আজ বিকেল সোয়া পাঁচটা নাগাদ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বাড়িতে কোর গ্রুপের বৈঠক। তার আগে কথা ছিল তেলেঙ্গানা অঞ্চলের কংগ্রেস সাংসদ ও নেতারা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদের সঙ্গে দেখা করবেন।

Updated By: Oct 11, 2011, 03:42 PM IST

তেলেঙ্গানা ইস্যুতে আজ ফের বৈঠকে বসছে কংগ্রেসের কোর গ্রুপ। আজ বিকেল সোয়া পাঁচটা নাগাদ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বাড়িতে কোর গ্রুপের বৈঠক। তার আগে কথা ছিল তেলেঙ্গানা অঞ্চলের কংগ্রেস সাংসদ ও নেতারা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদের সঙ্গে দেখা করবেন। কিন্তু
পরে সেই বৈঠক বাতিল হয়ে যায়। আজাদ অন্ধ্র প্রদেশের ভারপ্রাপ্ত কংগ্রেস নেতা। গতকাল তেলেঙ্গানা নিয়ে কংগ্রেসের কোর গ্রুপের বৈঠক শেষে তিনি বলেছিলেন, এই ব্যাপারে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এবিষয়ে সব রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করার প্রয়োজন আছে।
তেলেঙ্গানা ইস্যুতে সরকারের পরবর্তী পদক্ষেপ ঠিক করতেই ফের আজ বৈঠকে বসছে কংগ্রেসের কোর গ্রুপ।

Tags:
.