লোকসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের, আমেঠিতে রাহুল, রায়বরেলিতে সোনিয়া, ফুলপুরের চমক ক্রিকেটার কাইফ, রাজ্যে ১৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ

লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস। প্রথম দফায় ১৯৪ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। আমেঠি কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন রাহুল গান্ধী। সোনিয়া গান্ধী প্রার্থী হচ্ছেন রায়বরেলি থেকে। প্রার্থী তালিকায় ১৫% মহিলা। ৩৫% প্রার্থীর বয়স ৪০-এর নীচে। ফুলপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন ক্রিকেটার মহম্মদ কাইফ। পশ্চিমবঙ্গের ১৭টি আসনেও প্রার্থীঘোষণা করা হয়েছে।

Updated By: Mar 8, 2014, 09:57 PM IST

লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস। প্রথম দফায় ১৯৪ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। আমেঠি কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন রাহুল গান্ধী। সোনিয়া গান্ধী প্রার্থী হচ্ছেন রায়বরেলি থেকে। প্রার্থী তালিকায় ১৫% মহিলা। ৩৫% প্রার্থীর বয়স ৪০-এর নীচে। ফুলপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন ক্রিকেটার মহম্মদ কাইফ। পশ্চিমবঙ্গের ১৭টি আসনেও প্রার্থীঘোষণা করা হয়েছে।

রাজ্যের ১৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। কোচবিহারে প্রার্থী হচ্ছেন কেশব রায়। আলিপুরদুয়ারে জোসেফ মুন্ডা, জলপাইগুড়িতে সুখবিলাস বর্মা, রায়গঞ্জে দীপা দাশমুন্সি, মালদহ উত্তরে মৌসম বেনজির নুর, মালদহ দক্ষিমে আবু হাসেম খান চৌধুরী, জঙ্গিপুরে অভিজিত মুখার্জি, বহরমপুরে অধীররঞ্জন চৌধুরী, মুর্শিদাবাদে মান্নান হুসেন, রাণাঘাটে প্রতাপ রায়, বারাসতে ঋজু ঘোষাল, জয়নগরে অর্ণব রায়, ডায়মন্ড হারবারে মহম্মদ কুমারুজ্জামান কামার, কলকাতা উত্তরে সৌমেন মিত্র, উলুবেড়িয়ায় প্রার্থী অসিত মিত্র, পুরুলিয়ায় নেপাল মাহাত এবং বীরভূমে সৈয়দ সিরাজ জিম্মি প্রার্থী হচ্ছেন।

.