ভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না হলে দিল্লিতে ট্রেন বন্ধের হুমকি কংগ্রেসের

ভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না হলে দিল্লিতে ট্রেন বন্ধের হুমকি কংগ্রেসের

Updated By: Jun 23, 2014, 08:47 AM IST

রেলের ভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করলে নয়াদিল্লিতে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে। এমনই হুমকি দিল কংগ্রেস। বিজেপির পাল্টা তোপ, দশ বছরের অপশাসনের দাগ মুছতেই কঠোর পদক্ষেপ নিচ্ছে মোদী সরকার।

একধাক্কায় 14 শতাংশেরও বেশি রেলের ভাড়াবৃদ্ধি। কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন বহু সাধারণ মানুষ। সুর চড়িয়েছেন বিরোধীরাও। নয়াদিল্লি থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে কংগ্রেস।

মূল্যবৃদ্ধিতে লাগাম পরাতে পারেনি ইউপিএ সরকার। লোকসভা ভোটের প্রচারে সেটাকেই সবথেকে বড় হাতিয়ার করেছিল বিজেপি। রেলের ভাড়াবৃদ্ধির পর বিজেপি কোন বার্তা দিতে চাইছে সেই প্রশ্নটাই তুলেছে জেডিইউ এবং বামেরা।

বিরোধীদের জবাব দিতে অবশ্য কালক্ষেপ করেনি বিজেপি। কংগ্রেস বলছে মোদী হাওয়ায় এখন ঝড়ের পূর্বাভাস দেখছেন মানুষ। বিজেপির তোপ, দশবছর ধরে দেশকে কার্যত পথে বসানোর পর গলা উঁচু করে কথা বলাই উচিত নয় কংগ্রেসের।

.