গান্ধী পরিবারের প্রতি ক্ষোভ উগরে দল ছাড়লেন জয়ন্তী নটরাজন, পাল্টা আক্রমণ কংগ্রেসের

গান্ধী পরিবারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে কংগ্রেস ছাড়লেন জয়ন্তী নটরাজন। জয়ন্তীর অভিযোগ, রাহুল গান্ধীর নির্দেশেই  একাধিক শিল্প প্রকল্পে পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র দেননি তিনি। যদিও, রাহুল সহ নয়া কংগ্রেসের অন্য নেতারা পরে তাঁকেই এ জন্য বলির পাঁঠা করেন। জয়ন্তীর বক্তব্যকে হাতিয়ার করে ইউপিএ সরকারে দশ জনপথের হস্তক্ষেপের অভিযোগ করেছে বিজেপি। এ সংক্রান্ত ফাইল খতিয়ে দেখার কথা জানিয়েছেন প্রকাশ জাভড়েকর।     

Updated By: Jan 30, 2015, 09:14 PM IST
গান্ধী পরিবারের প্রতি ক্ষোভ উগরে দল ছাড়লেন জয়ন্তী নটরাজন, পাল্টা আক্রমণ কংগ্রেসের

নয়া দিল্লি: গান্ধী পরিবারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে কংগ্রেস ছাড়লেন জয়ন্তী নটরাজন। জয়ন্তীর অভিযোগ, রাহুল গান্ধীর নির্দেশেই  একাধিক শিল্প প্রকল্পে পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র দেননি তিনি। যদিও, রাহুল সহ নয়া কংগ্রেসের অন্য নেতারা পরে তাঁকেই এ জন্য বলির পাঁঠা করেন। জয়ন্তীর বক্তব্যকে হাতিয়ার করে ইউপিএ সরকারে দশ জনপথের হস্তক্ষেপের অভিযোগ করেছে বিজেপি। এ সংক্রান্ত ফাইল খতিয়ে দেখার কথা জানিয়েছেন প্রকাশ জাভড়েকর।     

গান্ধী পরিবারের দীর্ঘদিনের অনুগত হিসাবে পরিচিত জয়ন্তী নটরাজনের হঠাত্‍‍ কেন এরকম মনে হল? সাংবাদিক বৈঠকে তিনি টার্গেট করলেন রাহুল গান্ধীকে।

এ সব কথা জানিয়ে গত নভেম্বরে সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলেন জয়ন্তী নটরাজন। এখনও সে চিঠির উত্তর পাননি বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। জয়ন্তীর চিঠি বিজেপির হাতে তুলে দিয়েছে নতুন অস্ত্র।

বিজেপির অভিযোগের জবাব দিতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীকে পাল্টা আক্রমণ করেছেন কংগ্রেস নেতারা।

সোনিয়া গান্ধীকে লেখা জয়ন্তী নটরাজনের চিঠি সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এরপরই, শুক্রবার সাংবাদিক বৈঠক করেন জয়ন্তী। অন্য দলে যোগ দেওয়ার পরিকল্পনা নেই বলে দাবি করেছেন তিনি।

 

.