ভিডিয়োতেই প্রমাণ স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যে বলছেন, জামিয়ার ভিডিয়ো নিয়ে তোপ প্রিয়ঙ্কার

গত বছর ১৫ ডিসেম্বরেই পুলিসি হানার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে। তবে, ওই ভিডিয়োতে যেটুকু দৃশ্য ধরা পড়েছে, তাতে দেখা গিয়েছে ওল্ড রিডিং হল (এমফিল সেকশন) লাইব্রেরিতে পঠনরত পড়ুয়াদের চড়াও হতে পুলিসের

Updated By: Feb 16, 2020, 11:42 AM IST
ভিডিয়োতেই প্রমাণ স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যে বলছেন, জামিয়ার ভিডিয়ো নিয়ে তোপ প্রিয়ঙ্কার
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: জামিয়ার লাইব্রেরিতে পুলিসি হানার ভিডিয়ো প্রকাশ হতেই বিতর্ক শুরু হয়ে গেল রাজনৈতিক মহলে। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরার টুইটে অভিযোগ, দেখুন পুলিস কীভাবে ছাত্রদের নির্মমভাবে মারছে। মিথ্যে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের দাবি ছিল, পড়ুয়াদের উপর লাঠিচার্জ করেনি পুলিস। দুষ্কৃতীদের বার করতেই  লাইব্রেরিতে ঢোকে পুলিস। প্রিয়ঙ্কার দাবি, এই ভিডিয়ো প্রকাশ আসার পরও পদক্ষেপ না হয়, তাহলেই প্রমাণ হয়ে যাবে সরকার কী চাইছে?

গত বছর ১৫ ডিসেম্বরেই পুলিসি হানার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে। তবে, ওই ভিডিয়োতে যেটুকু দৃশ্য ধরা পড়েছে, তাতে দেখা গিয়েছে ওল্ড রিডিং হল (এমফিল সেকশন) লাইব্রেরিতে পঠনরত পড়ুয়াদের চড়াও হতে পুলিসের। শনিবার জামিয়া কোঅর্ডিনেশন কমিটি ওই ভিডিয়ো প্রকাশ করে। এই কমিটি পরিচালনা করেন প্রাক্তন এবং বর্তমান পড়ুয়ারাই। উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর সিএএ-এনআরসি বিরোধিতায় বিক্ষোভ-মিছিল করে জামিয়ার পড়ুয়ারা। বেশি কিছু জায়গায় ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বাস পোড়ানো হয়। হিংসা নিয়ন্ত্রণে আনতে রাস্তায় নামে দিল্লি পুলিস। বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি হয়। পুলিস ঢুকে পড়ে বিশ্ববিদ্যালয়ের ভিতর। ওল্ড রিডিং হলে দুষ্কৃতীরা ঢুকে পড়েছে এই সন্দেহে পুলিসও ঢুকে পড়ে। লাইব্রেরিতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

আরও পড়ুন- দিল্লির মসনদে ‘নায়ক ২’, পোস্টারে ছেয়ে গিয়েছে রামলীলা ময়দান

জামিয়ায় ‘পুলিসি তাণ্ডবে’  গুরুতর জখম হন বেশ কিছু পড়ুয়ারা। এক পড়ুয়ার চোখে গুরুতর চোট লাগে। জামিয়াকে কেন্দ্র করে এরপরে প্রতিবাদ আরও জোরালো হয়। জামিয়ার ৭ নম্বর গেটের সামনে দিনভর প্রতিবাদ দেখান পড়ুয়ারা। পরিবর্তীকালে জামিয়ার সামনেই তৈরি হয় শাহিনবাগের মতো বড় প্রতিবাদ মঞ্চ। যা নিয়ে তোলপাড়় গোটা দেশ।

.