Covid-19 থেকে সুস্থ হয়েও প্রয়াত কংগ্রেস সাংসদ Rajeev Satav

দেহে অন্য এক ভাইরাসজনিত রোগের সন্ধান মিলেছিল

Updated By: May 16, 2021, 10:57 AM IST
Covid-19 থেকে সুস্থ হয়েও প্রয়াত কংগ্রেস সাংসদ Rajeev Satav

নিজস্ব প্রতিবেদন: কোভিড থেকে সেরে উঠেও প্রয়াত কংগ্রেস সাংসদ রাজীব সাতাব (Rajeev Satav)। বয়স হয়েছিল ৪৬ বছর। সূত্রের খবর, গত ২২ এপ্রিল রাজীবের করোনা রিপোর্ট পজিটিভ আসে। পুণের জেহাঙ্গির হাসপাতালে ভরতি ছিলেন। করোনা থেকে ক্রমেই সুস্থও হয়ে উঠেছিলেন। কিন্তু বেশ কয়েকদিন পর ফের অবস্থার অবনতি ঘটে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। রবিবার সকালে প্রয়াত হন কংগ্রেস (Congress) নেতা।  

শনিবারই মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেছিলেন, 'রাজীব সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু রাজীবের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ওঁর অবস্থা এখন জটিল। চিকিৎসকরা তাঁর শরীরে সাইটোমেগালোভাইরাসের সংক্রমণ অস্তিত্ব পেয়েছেন। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।' কিন্তু এরপরই আজ রবিবার তাঁর মৃত্যুর খবর মেলে। 

আরও পড়ুন: 'টিকাকরণ যেন Arranged Marriage', তুলনা Biocon অধিকর্তার, পাল্টা মন্ত্রীদের

কংগ্রেস সাংসদ তথা দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর (Rahul Gandhi) খুব ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন রাজীব। তাঁর মৃত্যুতে শোকের ছায়া কংগ্রেসের অন্দরে তথা রাজনৈতিক মহলেও। রাজীবের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। তিনি বলেন, 'বাকরুদ্ধ। আজ এমন একজন সঙ্গীকে হারিয়ে ফেললাম, যিনি আমার সঙ্গে যুব কংগ্রেসের মাধ্যমে রাজনৈতিক জীবনে পা রেখেছিলেন। আজ পর্যন্ত আমার সঙ্গে একসঙ্গে পথ চলেছিলেন। আমরা সর্বদা রাজীব সাতাবের সারল্য, অবিসংবাদিত হাসি, মাঠেঘাটে নেমে জনসংযোগ, বিশ্বস্ততা এবং দলের প্রতি আনুগত্য,বন্ধুত্বকে স্মরণ করব। বিদায় আমার বন্ধু। যেখানেই থেকো, উজ্জ্বল থাক।' 

নেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাহুল গান্ধীও। টুইঠে শোকবার্তায় তিনি লেখেন, 'বন্ধুকে হারিয়ে আমি খুবই শোকাহত। সবসময় দলের আদর্শ মেনে চলতেন। অনেক গুণের অধিকারী ছিলেন রাজীব। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা।'

আরও পড়ুন: রাতারাতি আরও শক্তিশালী ঘূর্ণিঝড় 'তৌকতাই', উপকূলে হাই অ্যালার্ট জারি

.